বিপ্লব
মায়ের বুক খালি করে ভারী হওয়া গগণবিদারী বোবা চিৎকারে
কিংবা,
রক্তিম আভায় ছেয়ে যাওয়া গোটা শহরের অলিতে গলিতে
অথবা,
ইলা মিত্র, মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতাদের পুনর্জন্মের আত্মত্যাগে -
এখন শুধুই অপেক্ষা,
একটা নতুন সূর্যের।
যে ভোরের প্রভাতফেরির মিছিল গুঁজবে
কবি নজরুলের সাম্য হয়ে।
ধর্ম হয়ে ফুটবে, আল মাহমুদের ফসলের সুষম বণ্টনে।
পাঞ্জেরী হয়ে পিচঢালা পথে আলোর পথ... বাকিটুকু পড়ুন


