মায়ের বুক খালি করে ভারী হওয়া গগণবিদারী বোবা চিৎকারে
কিংবা,
রক্তিম আভায় ছেয়ে যাওয়া গোটা শহরের অলিতে গলিতে
অথবা,
ইলা মিত্র, মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতাদের পুনর্জন্মের আত্মত্যাগে -
এখন শুধুই অপেক্ষা,
একটা নতুন সূর্যের।
যে ভোরের প্রভাতফেরির মিছিল গুঁজবে
কবি নজরুলের সাম্য হয়ে।
ধর্ম হয়ে ফুটবে, আল মাহমুদের ফসলের সুষম বণ্টনে।
পাঞ্জেরী হয়ে পিচঢালা পথে আলোর পথ দেখাবে - ফররুখ আহমদের কবিতা হয়ে।
এরপর,
অতঃপর রাত্রি নামবে এক মুঠো ঘুম, চোখের কোণে বুঁদ হয়ে -
সবার চোখেই, তোমার আমার সবার শরীর শীতল করে।
না হয় হাজার বছর পুরনো সেই রাত হয়েই,
যে রাতে শান্তি ভরে দুঃশ্চিন্তাহীন হয়ে ঘুমোবে আমার জন্মদাতা
যে রাতে রক্তে অর্জিত নতুন স্বাধীনতায় বিলীন হবে
তোমার, আমার, সবার, এই একটাই দেশ,
'বাংলাদেশ'।
১৬ জুলাই, ২৪


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


