আমাদের কি আর কখনো কথা হবে?
যে দূরত্বে ভর করে আমরা এখন যোজন যোজন দূরে
যে মেঘের ঘনঘটায় অন্ধকার হয়ে আছে পুরো আকাশ
যে বৃষ্টিতে মুছে যাওয়ার কথা ছিলো তোমার আমার দেয়াল
সে বৃষ্টি কি, ঝরে নি?
আমাদের আর কি কখনো কথা হবে?
উদ্ভট সব প্রশ্নে কিংবা, কোন নিমন্ত্রনের আমন্ত্রনে
অথবা কোন রঙ পেন্সিলের চিত্রকর্মে?
আমাদের কখনো কি আর কথা হবে?
আমাদের কখনো কি আর দেখা হবে?
আমাদের কখনো কি আর হবে, একসাথে পথচলা?
আমাদের কখনো কি আর হবে বৃষ্টিদিনে একসাথে বৃষ্টি দেখা?
কত অব্যাক্ত কথা, কত শত প্রশ্ন
নিউরনে জমে থাকা কত অনুভূতি
বুকের ভিতরে জমে থাকা ব্যাকুলতা
তোমায় পাওয়ার অলীক স্বপ্ন দেখা
জীবনের ব্যস্ততায়
তবে, এর শেষ কোথায়?


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


