আজ আমাদের আকাশ আরো হয়েছে নীল,
নীলের তীব্রতা অন্ধ করে দিয়েছে -
হেঁটে যাওয়া পথিককে, কিম্বা খাঁদের কিনারে দাঁড়ানো অভিযাত্রীকে,
অন্ধ করে দিয়েছে আঠারোয় পা দেয়া সদ্য কৈশর পেরোনো যুবাদের,
অন্ধ করে দিয়েছে সদ্য মুখে বুলি ফোঁটা নিস্পাপ আত্মাকে।
আজ আমাদের আকাশ আরো হয়েছে নীল।
এই নীল পৃথিবীর সকল বিষের চেয়েও নীল,
এই নীলে ডুবে যাবে শহর, বন্দর, অলিগলি, খেলার মাঠ কিম্বা বিপ্লবী বিশ্ববিদ্যালয়ের আঙিনা।
এই নীলে ডুবে যাবে সব মহকুমা, জেলা, বিভাগ,
নীল ছেড়ে যাবেনা রাজধানী কিম্বা রাজরাণীকেও।
আজ আমাদের আকাশ আরো হয়েছে নীল।
এই নীল মিশে যাবে রক্তে, রন্ধ্রে,
ছেড়ে যাবেনা এই অকর্মণ্য মস্তিষ্কের কোনো কোষ,
সব ডুবে যাবে এই ভয়ানক নীলে।
যে নীল শুরু করেছো তুমি,
সবাইকে না খেয়ে, সবকিছু না গিলে এই নীল থামবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


