মখাবিশ্বের পথে পথে (একটি ভীতিবি (BTV) এর অনুষ্ঠান)
ভীতিবি (BTV) এর অনুষ্ঠানগুলাও মখা মার্কা... হঠাৎ একটা প্রোগ্রাম চোখে পড়ল ◄"মহাবিশ্বের পথে পথে" আলোচক কথা বলছিলেন গত ২৭ এপ্রিলের ▲"বিশ্ব ব্যাঙ রক্ষা দিবস নিয়ে"▼
তার কথোপকথন নিম্নরুপ---<
উপস্থাপকঃ আচ্ছা! কয় দিন আগে যে বিশ্ব ব্যাঙ রক্ষা দিবস হয়ে গেল এ ব্যাপারে কিছু বলুন?
☻শিক্ষকঃ হ্যা আপনারা জানেন যে (আসলে ব্যাঙ রক্ষা করা লাগে এইডাই জানতাম না সেইখানে ব্যাঙ রক্ষা দিবস নামে একটা ব্যাপার সাপার আছে সেইডাই আশ্চর্যের ব্যাপার...) কিছু দিন আগে এই দিবসটি পালন হল সারা পৃথিবী ব্যাপী (উম্মাদ এক পৃথীবির জাতি) এটা সর্বপ্রথম শুরু হয় USA তে আর আমরাই হলাম এশিয়ার মধ্যে প্রথম সদ্যস (এই ফাগল ছাগলের গ্রুপে)
উপস্থাপকঃ এই দিবসের মুল প্রতিপাদ্য কি ছিল??
☻শিক্ষকঃ হ্যা! এই দিবসের মুল বিষয় ছিল ৩টিঃ
১. বিশ্ব ব্যাঙ কে রক্ষা করা (Not WORLD BANK)
২. ব্যাঙ এর ব্যাপারে সবাইকে সচেতন করা (কারন অধিকাংশ মানুষ জানেই না ব্যাঙ নামে দুনিয়াতে কিছু আছে!!! যত্তসব)
৩. ব্যাঙ এর প্রতি আরো শ্রদ্ধাশীল হওয়া (হায় হায়!! এরপরে কইবো সাপের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আর ব্যাঙ - সাপ তো চির শত্রু ঐগুলার প্রতি শ্রদ্ধা দেখাইতে গিয়া না জানি কি হয়!!)
উপস্থাপকঃ আচ্ছা ব্যাঙ রক্ষার্থে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে বা অর্থনীতিতে ব্যাঙ বহির্বিশ্বে রপ্তানি করা কি এক্ষত্রে সমস্যা করবে না?? (বেটা!! উপস্থাপক, সরকার যতই ব্যাঙ দিবস আর রাইত পালন করুক না কেন টাহা-পয়সার PROB এ পড়লে সব ব্যাঙ ধইরা বিদেশে সাফা কইরা দিব!)
☻শিক্ষকঃ জী আমরা জানি ছোটবেলা থেকে ব্যাঙ একটি মজার বা রসিকতার এবং খেলার ছলে ঢিল মারার বিষয় এর অনেক ছড়াও আছে কিন্তু আমাদের আরো তাদের প্রতি যত্নবান হতে হবে... তাদেরকে ঢিল মেরে বা আহত নিহত করা যাবে না তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের খাবার এর প্রতি লক্ষ্য দিতে হবে (He means খাবারে লজর লাগাইবেন আর পেট খারাপ হইয়া ব্যাঙ্গগুলা মইরা যাক!! কি ভয়ানক) এছাড়া যেহেতু বিদেশে এদের অনেক কদর (এই কদর সেই কদর না It's means খাইতে মজা) তাই এদের রপ্তানী একপ্রকার হুমকি স্বরুপ এদেরকে পৃথিবীতে সঠিকভাবে গড়ে তোলার জন্য(এর মানে এদের মৌলিক অধিকার আদায় করে দেয়া যেইখানে দেশের মানুষ পায় না...) আমাদের সচেতন হতে হবে কারন এরা কীট পতংগ খেয়ে আমাদের অনেক উপকার করে।
আর বলার কোন ভাষা নেই সর্বশেষ অনুহষ্ঠানের উপস্থাপিকার বাচন ভঙ্গির কিছু অংশ কথা বলে শেষ করছিঃ
BLAH BLAH BLAH .... একটি প্রচুর তত্য (SHE MEANS তথ্য) সমৃদ্ধ............ the end.
MIRALA আমারে MIRALA
(translation: মাইরালা আমারে মাইরালা ... )
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৫ দুপুর ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




