শবে বরাত (এটা কোন আরবী শব্দ না) আছে নাকি নাই এসব বিতর্কের দিকে না যাওয়াই ভালো
শুধু একটা স্বাভাবিক সহ্য সুত্র মেনে চললে
আমাদের জন্য বিষয়টা স্পষ্ট হয়ে যাবে,
একটু মাথা খাটান তো!!
এমন কোন সহীহ বা হসান হাদিস পেয়েছেন যেখানে মুহাম্মাদ(সঃ) এই রাতে স্পেশাল নামাজ পড়েছেন?
উম!!!!! নাহ!!
আচ্ছা এবার দেখেনতো, এমন কোন ঘটনা পেয়েছেন যেখানে সাহাবীরা (রঃ) এই রাতে স্পেশাল ইবাদাত করেছেন?
উম!!! না তো!!!!
এবার একটু চিন্তা করেন, আমরা কি তাদের চেয়েও বেশি আল্লাহওয়ালা নাকি তাদের চাইতেও বেশী বুঝি ??
অবশ্যই না!!!!
তাহলে কেন হুদাই এই রাতের জন্য নিজেকে নিছক একটা বানোয়াট ইবাদাতে ফেলে বিদ'আত করবো??
কেননা রসুল (সঃ) থেকে তো আমরা জানিই, সকল বিদ'আত পথভ্রষ্টতা আর সকল পথভ্রষ্টতাই জাহান্নাম !!
কে চায় নামাজ পড়ার পরও জাহান্নামে যেতে !!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




