somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন আর যুদ্ধাপরাধীদের ফাসির দাবি নয়; একমাত্র এই কুলাঙ্গারের ফাসির দাবিই হোক বাংলার মুসলমানদের গণদাবী

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেখানে আল্লাহ ও তার রাসূলকে কটাক্ষ করে নাস্তিক আসিফ মহিউদ্দীন দিব্বী মাস্তি করে বেড়াচ্ছে; সেখানে আমাদের এ যুদ্ধাপরাধীদের বিচারের দাবি কতটুকু মোক্ষম? এমন জঘন্য কটাক্ষ্য করেও যদি আসিফ মুহিউদ্দীন ৯০% মুসলমানদের বাংলায় বসে লাফালাফি করতে পারে তাহলে, তাসলিমা নাসরিনের দোষ কোথায়? তাকেও স্বদেশে বীরাঙ্গা বেশে ফিরে আসতে দেয়া হোক।

এখন আর যুদ্ধাপরাধীদের ফাসির দাবি নয়; একমাত্র এই কুলাঙ্গারের ফাসির দাবিই হোক বাংলার মুসলমানদের ঈমানের দাবী।
দেখুন এই কুলাঙ্গার আসিফ মহিউদ্দীন ফেসবুকে আল্লাহর রাসূল ও কুরআন কে নিয়ে কেমন ব্যঙ্গক্তি করেছে...
মহা পবিত্র আহাম্মকোপিডিয়া এবং একটি শান্তির ধর্ম
by আসিফ মহিউদ্দীন on Monday, 14 May 2012 at 23:59 ·
বেওয়ারিশ বংশের সন্তান মোটাপেট একদিন মাঝরাত্রিতে তাহার ফেসবুক স্ট্যাটাসে দাবী করিয়া বসিলো, তাহার ফেসবুক ইনবক্সে নাকি মহামান্য এবং পরমকরুনাময় সর্বশক্তিমান ঈশ্বরের ই-বার্তা আসিয়াছে। ফেসবুক-ব্লগ নাকি পাপে পুর্ণ হইয়া উঠিয়াছে, অবিশ্বাসী কাফের নাস্তিক মুরতাদদের লীলাভূমি হইয়া উঠিয়াছে, কারো মনে নাকি ঈমান বলিয়া আর কিছুই অবশিষ্ট নাই। ঈশ্বর নাকি তাহাকে ফেসবুক ব্যবহারকারীদের মহান ত্রানকর্তা বলিয়া মনোনিত করিয়াছেন, মানব জাতিকে রক্ষার মহান দায়িত্ব মোটাপেটের কাধে সঁপিয়া দিয়া ফেসবুক যেভাবে নাস্তিক কাফের মুরতাদদের দখলে চলিয়া গিয়াছে, তাহা হইতে ফেসবুককে রক্ষার কর্তব্য দান করিয়াছেন।

স্ট্যাটাসটি দিবার সাথে সাথেই তাহার স্ট্যাটাসে বিশাল হাউমাউ কাউকাউ লাগিয়া গেল। নানান দিক হইতে নানান ধরণের লোকজন নানান ধরণের কথাবার্তা বলা শুরু করিয়া দিলো। যেই মোটাপেট সারাদিন ধরিয়া ফেসবুকে গুতাগুতি করে, নানাবিধ স্ট্যাটাস দেয়, তাহার স্ট্যাটাসে কাকপক্ষীও কালেভদ্রে হাগুও করে না, সেখানে এই স্ট্যাটাসটি ৪০ টার বেশি লাইক পাইলো, নানাজন ২১২ টা মন্তব্য করিলো, স্ট্যাটাসটি ৩১ বার শেয়ারও হইলো। মোটাপেট তো মহাখুশি। যাক, সে এখন মানুষের চোখে পরিয়াছে অবশেষে।

এমনকি মহামান্য ঈশ্বরের ফেসবুক একাউন্ট হইতে মোটাপেটের কাছে ফ্রেন্ড রিকোয়েস্টও আসিলো, ঈশ্বর তাহাকে বেস্ট ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাইলেন। মোটাপেটের প্রফাইলে জ্বলজ্বল করিতে লাগিলো ঈশ্বরের বেস্টফ্রেন্ড কানেকশন!

আপনাদের কানে কানে জানাইয়া রাখি, ঈশ্বরের একাউন্টটা আসলে মোটাপেটই বানাইয়াছে। আর বানাইবেই না কেন? মোটাপেট সারাদিন ফেসবুকে বসিয়া নানান স্ট্যাটাস দেয়, নানান ছবি শেয়ার করে, কত্ত কত্ত লম্বা লম্বা নোট লেখে। কিন্তু কেউ তাতে লাইক দেয় না, কেউ কমেন্টও করে না। সুন্দরী মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেও তাহারা মোটাপেটের বদখত চেহারা দেখিয়া ব্লক মারিয়া দেয়। তো ঈশ্বরের ফেক একাউন্ট বানানো ভিন্ন উপায় কি? ঈশ্বর মহাশয় নিশ্চয় ইহার প্রতিবাদে শাহবাগ মোড়ে মানববন্ধন করিবেন না, হরতালও ডাকিবেন না। বড়জোড় তাহার নেট কানেকশন একটু স্লো করিয়া দিতে পারে, তাহাতে কোন সমস্যা নাই। মোটাপেটের ব্যাকআপ কানেকশন আছে।

মোটাপেটের চাচাতো ভাই বাবু ফকর মোটাপেটকে খুব উৎসাহ দিতে শুরু করিলো। আবু ফকর তাহাকে বলিলো, যে সে তাহার পক্ষ হইয়া প্রচার করিবে মহাপেটের নবুয়ত্বের কথা, বিনিময়ে মোটাপেট যখন মরিয়া যাইবে, আবু ফকরকে ক্ষমতা দিয়া যাইতে হইবে। ঐদিকে মোটাপেটের আরেক চাচাতো ভাই বদখত বালীও মোটাপেটের সঙ্গে যোগ দিলো। সকলে মিলিয়া মোটাপেটের ঈশ্বরের কথা ফেসবুকে শেয়ার দিতে লাগিলো। ফেসবুকের লোকজন তাহাদের উচ্চমার্গীয় গাধামী দেখিয়া প্রথম প্রথম খুব মজা পাইলো, তাহারা এই সব স্ট্যাটাস-নোট আর ভাড়ামোতে হাসাহাসি, লাইক, কমেন্ট, শেয়ার করিয়া মোটাপেট ও তার অনুসারীদের উৎসাহ দিতে লাগিলো।

কিছুদিনের মধ্যেই এই লইয়া ফেসবুকে হুলুস্থুল শুরু হইয়া গেল। ফেসবুকবাসী দুইভাবে বিভক্ত হইলো। একপক্ষ মোটাপেটের পক্ষে, আরেক পক্ষ বিপক্ষে। এই নিয়ে মারামারি ঝগড়াঝাটি ব্লক করা, রিপোর্ট করা নানান হাউকাউ শুরু হইলো। বড় বড় পেইজ চালানো এডমিনরা অনেকেই মোটাপেটের সাথে যোগ দিলো, আবার অনেকে মোটাপেটের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়া শুরু করিলো। দুই দিক থেকেই মোটাপেট হিট। কমেন্ট আর লাইকের বন্যায় ভাসিয়া যাইতে লাগিলো মোটাপেটের স্ট্যাটাস! নোটিফিকেশনের জ্বালায় অস্থির অবস্থা!

মোটাপেট দাবী করিলো, তার বেস্টফ্রেন্ড ঈশ্বরই নাকি ফেসবুক বানাইয়াছে, যাহারা বলে ফেসবুক জুকারবার্গের বানানো তাহারা কাফের। ঈশ্বর তাহার স্ট্যাটাসে একদিন লিখিয়াছিল, "হও"- আর ফেসবুক হইয়ে গিয়াছিল। কয়েকজন পোংটা নাস্তিক জিজ্ঞেস করিতে লাগিলো, যখন ফেসবুকই ছিল না, ঈশ্বর মহাশয় কোথায় বসিয়া স্ট্যাটাস লিখলো রে নালায়েক? স্ট্যাটাসটা লিখিয়া পোস্টাইলো কোথায়?

এসব বেমক্কা প্রশ্ন শুনিয়া মোটাপেট কিছুক্ষণ মাথা চুলকাইলো, তারপরে জোরে জোরে হাঁটু চুলকাইলো। এরপরে বলিলো, "শালার নাস্তিকগুলার ক্বলবে ঈশ্বর সিলগালা করে দিয়াছে। তাহারা সত্য বুঝিতে পারে না। তাহাদের সাথে যেন মুমিন ফেসবুকবাসী কথাও না বলে। কথা বলিলে ঈমান দুর্বল হইয়া যাইবে। বরঞ্চ ঈমানদার ফেসবুকবাসীর উচিত এই সব নাস্তিকদের প্রফাইলের নামে রিপোর্ট করিয়া তাহাদের ফেসবুক হইতে বিতারিত করা। ঈমানদারগন এই কাজ করিতে পারিলে পরকালে হলিউড বলিউড নায়িকাদের মত সুন্দরী ৭২ খানা মেয়ে পাইবে, যাদের রুচি একটু ভিন্ন, তাহারা গেলমানও পাইবে। আর নাস্তিকরা পরকালে পাবে করুনাময় ঈশ্বরের চিরস্থায়ী গদাম!"

এই লইয়া মোটাপেট ঈশ্বরের একটা মেসেজের স্ক্রিনশটও পোস্টাইয়া ফেললো। এবং ছবির নিচে লিখিলো, অতঃপর তোমরা তাহার কোন কোন অবদান অস্বোকার করিবে?

ঐদিকে ফেসবুকে একজন পোংটা নাস্তিক লোক ছিল, যারাকে সকলে আচিপ বলিয়া ডাকিতো। তাহার সাথে যুক্তিতর্কে ধরা খাইয়া একদিন মোটাপেট ওহী নাজিল করিলো, "ধ্বংস হোক নাস্তিক আচিপের হস্তদ্বয়, যেই হাত দিয়া সে টাইপ করে" নামে। ওহী দেখিয়া নাস্তিক আচিপ হো হো করিয়া হাসিতে হাসিতে বলিলো, সর্বশক্তিমান ঈশ্বর মহাশয় কাহার কাছে এই দাবী জানাইতেছেন? কাহার কাছে এই কামনা করিতেছেন? তিনি নিজেই কেন ধ্বংস করিতেছেন না? ধ্বংস করিবার জন্য কাহার কাছে আহবান জানাইতেছেন?

এর মাঝে একদিন মোটাপেট তার স্ট্যাটাসে দাবী করিলো, গতকাল রাত্রিতে নাকি সে ৯ টি আসমান ভেদ করিয়া একটি মেয়ে মানুষের মুখ ওয়ালা এবং সুন্দর পাখনা ওয়ালা উড়ন্ত গাধার পিঠে চড়িয়া ঈশ্বরের ১৪ কক্ষ বিশিষ্ট ফ্লাট বাড়িতে ঘুড়িয়া আসিয়াছেন। পথিমধ্যে আমেরিকার লাস ভেগাসেও সামান্য সুরা পান করিয়াছিলেন।



এই সব শুনিয়া বাবু ফকর লাফাইয়া আসিয়া কহিলেন, সে মোটাপেটের কথা বিশ্বাস করিয়াছে। দুষ্টলোকে বলাবলি করিলো, গতকাল রাতে নাকি তিনি উম্মে মধু নামক মোটাপেটের এক আত্মীয়ার বাড়িতে রাত্রি যাপন করিয়াছিলেন। উম্মে মধুর স্বামী বিদেশ ভ্রমণে ছিলেন, এই সুযোগে মোটাপেট ভালই কেরামতি দেখাইলেন। কিন্তু দুষ্টলোকের কথায় কান দেয়া ঠিক না।

ঐদিকে এই সকল কথা শুনিয়া নাস্তিক আচিপ কহিলেন, ঐটা উড়ন্ত গাধা ছিল না রে আহাম্মক। তুমি নিজেই উম্মে মধুর উপরে ঘোড়ার মত চড়িয়া স্বর্গসুখ লাভ করিয়া এখন প্রলাপ বকিতেছো। তাছাড়া ৯ আসমান বলিয়াই কিছু নাই, আসলে তুমি প্রাথমিক বিদ্যালয় পাশ দাও নাই বলেই ভাবিতেছো আসমান মনে হয় এক দুই তিনটা। আর পাখনা ওয়ালা জীব তোমাকে এত দূর নিয়া গেছে শুনাইয়াও হেসে বাচি না। বায়ুমন্ডলের উপরে পাখনা দিয়া কি করিবেরে উল্লুক? বেটা ইতর, নিজের এতগুলো বিবি থাকিতেও অন্যের স্ত্রীর দিকে হাত দিস!

এইসব শুনিয়া মোটাপেট নাস্তিক আচিপকে ব্লক করিয়া দিলো। কারণ হিসেবে লিখিলো, তাহার ধর্মানুভূতিতে আঘাত!

ঐ দিকে মহাপেটের অনেক দিনের ইচ্ছা একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করে, কিন্তু ফেসবুকে মেয়েগুলো ভয়াবহ রকমের চাল্লু!! টাকা পয়সার প্রতি মোটামেটের সীমাহীন লোভ থাকায় সে প্রেম করিতো এক বৃদ্ধা মহিলার সাথে, বৃদ্ধা মহিলা তাহাকে ল্যাপটপ কিনিয়া দিয়াছিল, বাংলালায়ন ওয়াইম্যাক্স মডেম কিনিয়া দিয়াছিল। সেই বৃদ্ধা মহিলার সাথে আর কত ভাল লাগে। ফেসবুক ভর্তি সুন্দরী তরুনী, মোটাপেট দেখে আর তাহার বুকটা খা খা করে। কিন্তু এইবার মোটাপেটের স্ট্যাটাসে অনেক তরুনী সুন্দরীরাও লাইক দেয়া শুরু করিলো। তাহার ফ্রেন্ড রিকোয়েস্টও তাহারা এক্সেপ্ট করা শুরু করিলো। মোটাপেট তো মহা খুশি!!

একদিন মোটাপেটের বৃদ্ধা প্রেমিকার পুত্র জাহিদ এক সুন্দরী মেয়েকে বিবাহ করিয়া লইয়া আসিলো, নতুন বৌয়ের নাম জয়শ্রী। বিবাহের ছবি শেয়ার দিতেই জয়শ্রীকে দেখিয়া মোটাপেটের তো মাথা চক্কর মারা শুরু করিলো। তো সে ঈশ্বরের ফেক একাউন্ট থেকে নিজেকেই মেসেজ করিলো, "হে মোটাপেট, ফেসবুক জাতি আজ এক ভয়ংকর বিপদের সম্মুখীন। ফেসবুক জাতিকে বাঁচাইতে হইলে মোটাপেটকে জয়শ্রীকে সাথে বিবাহ করিতে হইবে, তা না হইলে মহাবিপদ আসন্ন"; মোটাপেট ঈশ্বরের সেই মেসেজের স্ক্রিনশটটি তার ফেসবুকে শেয়ার দিলো। যদিও নিচে মোটাপেট লিখিয়া দিল, এই বিবাহে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। কিন্তু মহামান্য ঈশ্বরের হুকুম বলিয়া কথা!

আর যায় কই? মোটাপেটের সাঙ্গপাঙ্গ ছাগুরা মিলিয়া জাহিদের সাথে জয়শ্রীর তালাক দিয়ে মোটাপেটের সাথে বিবাহ দিয়ে দিলো! সকলে বলিতে লাগিলো, যাক বাবা, বাঁচা গেছে। মোটাপেটের সাথে জয়শ্রীর বিবাহ না দিলে কি যে হইতো! নিশ্চয়ই ঈশ্বর রাগ করিয়া ফেসবুক সার্ভারে ঠাডা ফেলতেন, তাহাদের আর ফেসবুক ব্যবহার করাই হইতো না!

মোটাপেট মুচকি মুচকি হাসিলো আর ভাবিলো, তাহার উম্মতগুলো কত বড় গাধার বাচ্চা!!! এইভাবে তো সে অনেক মেয়েকে বিবাহ করিতে পারে। কি মজা। মোটাপেট আরো বেশি বেশি ইশ্বরের একাউন্ট থেকে নিজের একাউন্টে ওহী পাঠাতে লাগলো, এবং তা প্রতিদিন শেয়ার করতে লাগলো। আজ একে বিয়ে তো কাল তাকে বিয়ে, এভাবে ১১ টা বিয়ে করে ফেললো। শুধু তাহাই নয়, মোটাপেট বাসার কাজের মহিলাদের সাথেও ইটিস পিটিস ঈশ্বরের ওহী দিয়া জায়েজ করাইয়া লইলো। ফাকফোকর দিয়ে যে কত আরো কি করিলো সেগুলো নাহয় নাই বলিলাম। সেসব বলিতে গেলে অশ্লীলতার দায়ে এই পোস্টটিকে অভিযুক্ত করা হইতে পারে। ঐদিকে মোটাপেটের দুরসম্পর্কের ভাই বাবু ফকরের ছোট মেয়ে আয়শা টাকিয়ার প্রতিও মোটামেট কিঞ্চিত দুর্বলতা অনুভব করিতে শুরু করিলো। একদিন বাবু ফকরকে ডাকিয়া বলিলো, "হে বাবু ফকর, ঈশ্বর চাচ্ছেন আমরা আত্মীয়তার সুত্রে আবদ্ধ হই, তাই তোমার কন্যা আয়শা টাকিয়াকে আমি বিবাহ করিবো বলিয়া সিদ্ধান্ত লইয়াছি।"

বেচারা বাবু ফকর দেখিলো বিপদ, সেই সময়ে মোটাপেটের চ্যালার সংখ্যা বৃদ্ধি পাইয়াছে। এখন না করিলে মোটাপেট ক্ষেপিয়া তাহাকে কাফের আখ্যা দিয়া কতল করিয়া ফেলিলেও কেউ কিছুই বলিবে না। তাই নিরুপায় বাবু ফকর তাহার শিশুকন্যাকে তুলিয়া দিল মোটাপেটের হাতে! মোটাপেট শিশুকন্যা আয়শা টাকিয়াকে পাইয়া ডুগডুগি বাজাইতে পাগিলো।




একদিন দেখা গেল, মোটাপেটের শিশু স্ত্রীর ফেসবুক প্রফাইলের ছবির নিচে জনৈক পোংটা একটি অশ্লীল মন্তব্য লিখিয়াছে। মন্তব্যটি পড়িয়া মোটাপেটের মাথায় আগুন ধরিয়া গেল, কিন্তু ঐ পোংটার একাউন্টটা ছিল ফেইক একাউন্ট। তাই কমেন্ট কারীকে কিছু করিতে না পারার আক্ষেপে রাগে কাঁপিতে কাঁপিতে মোটাপেট নিয়ম জাড়ি করিলো, এখন হইতে সকল নারী ফেসবুকারদের একটি কালো বস্তার ভিতরে ঢুকিয়া সর্বাঙ্গ ঢাকিয়া ফটো শেয়ার করিতে হইবে। নতুবা ঐ সকল নারীকে পাথর মারা হইবে।

ঐদিকে মোটাপেটের মাথামোটা সাঙ্গপাঙ্গও সেইসব স্ট্যাটাস পড়িয়া নিয়মিত মাশাঈশ্বর, সুভাঈশ্বর বলে কপাল থাপরাইতে লাগিলো। তাহারা তাদের ধর্মের নাম দিলো শান্তি। কিন্তু কেউ সেই ধর্মের বিরোধীতা করা মাত্রই সাঙ্গপাঙ্গ লইয়া তাহার উপরে ঝাঁপিয়ে পরিতো। মোটাপেট নিয়ম করিয়া দিলো, ঈশ্বরের ফেসবুক একাউন্টটিতে ঢুকিয়া ঈমানদার ফেসবুক ব্যবহারকারীগনকে সর্বদাই দিনে পাঁচবার মাথা ঠুকিয়ে হইবে। বছরে এক মাস ফেসবুক হইতে অব্যহতি লইতে হইবে, এবং গরু হত্যা করিয়া গরুর প্রতি ভালবাসা ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করিতে হইবে। শুধু তাহাই নয়, কয়েকজন মোটাপেটের ভন্ডামী ধরিতে পারিয়া দল ত্যাগ করিয়াছিল, মোটাপেট হুকুম দিলো তাহাদের কল্লা ফালাইয়া দিতে। কারণ শান্তির ধর্ম ছেড়ে যাহারা যাইবে, তাহারা নিশ্চিতভাবেই শান্তির শত্রু! তাই শান্তির শত্রুদের কল্লা ফালাইয়া দেয়াই উত্তম কর্ম!

এভাবেই শুরু হইলো একটি নতুন ফেসবুক ধর্মের, এবং এই ধর্মের পরবর্তী অনুসারীরা নিজেদের মনমতো একটি আসমানী কেতাব বানাইয়া লইলো, যাহার নাম তাহারা দিলো, "পবিত্র-আহাম্মকোপিডিয়া"। তাহারা দাবী করিতে শুরু করিলো, সমস্ত জ্ঞান বিজ্ঞানই এই "পবিত্র-আহাম্মকোপিডিয়া" কেতাবে সাংকেতিকভাবে লিপিবদ্ধ রহিয়াছে। যদিও "পবিত্র-আহাম্মকোপিডিয়া" মুখস্ত করিয়া ফাতাফাতা করিয়াও এই ধর্মের অনুসারীরা কোন বিজ্ঞান বাহির করিতে পারিলো না, তথাপি তাহারা কোন বৈজ্ঞানিক তত্ব আবিষ্কার হওয়া মাত্রই দৌড়াইয়া লাফাইয়া ঝাঁপাইয়া নিজেদের কেতাব "পবিত্র-আহাম্মকোপিডিয়া" এর কিছু শব্দার্থ বেমালুম পাল্টাইয়া দাবী করিতে লাগিলো, এই বিষয়ে এই কেতাবে আগে থেকেই সব লেখা আছে। এবং ফেসবুক কলুষিত ও নোংরা হইয়া উঠিতে লাগিলো এক ভন্ডের ধর্মব্যবসায়ীর দ্বারা। এরপরে যুগ যুগ ধরিয়া চলতেই লাগিলো সেই ধর্মের প্রচার, এবং বংশ পরম্পরায় মানুষ বিশ্বাস করিতে লাগিলো "মোটাপেটই সর্বশ্রেষ্ট ফেসবুক ব্যবহারকারী"। এরপরে যাহারাই এই লইয়া প্রশ্ন তুলিয়াছিল, তাহাদেরই কল্লা নামাইয়া দেয়া শুরু হইলো। এবং ফেসবুক হইয়া উঠিলো এক আদিম বর্বর জঙ্গলের মত, যেখানে মুক্তভাবে নিঃশ্বাস নেবার কোন উপায় রহিলো না। জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, শিল্পকলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, প্রেম, কবিতা সব ফালাইয়া দিয়া মানুষ শুরু প্রভু ঈশ্বরের আরাধনা করিয়া স্ট্যাটাস দিতে লাগিলো। ফেসবুক আর মননশীল মেধাবী সৃষ্টিশীল মানুষের রইলো না, কোন যুক্তিতর্ক আলোচনা সমালোচনার স্থান রহিলো না, হইয়া উঠিলো মাথামোটা প্রশ্নহীন জিজ্ঞাসাহীন জ্ঞানহীন বুদ্ধিহীন আহাম্মক শ্রেনীর খোয়াড়, যাহারা শুধু রোবটের মত হুজুরের সাথে সাথে মাশা ঈশ্বর আর সুভা ঈশ্বর বলে মাথা ঝুলানো ছাড়া কিছুই চিন্তা করতে পারে না।

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা নিছক একটি রম্যরচনা। জীবিত বা মৃত কারো সাথে এই লেখার সাথে কোনরুপ মিল পাওয়া গেলে লেখককে কোনভাবেই দায়ী করা যাবে না। তাহা নিছক ঘটনাচক্রের সহসা সংঘটন বলিয়া ধরিয়া লইতে হইবে। ধন্যবাদ।

মহা পবিত্র আহাম্মকোপিডিয়া এবং একটি শান্তির ধর্ম
by আসিফ মহিউদ্দীন on Monday, 14 May 2012 at 23:59 ·
বেওয়ারিশ বংশের সন্তান মোটাপেট একদিন মাঝরাত্রিতে তাহার ফেসবুক স্ট্যাটাসে দাবী করিয়া বসিলো, তাহার ফেসবুক ইনবক্সে নাকি মহামান্য এবং পরমকরুনাময় সর্বশক্তিমান ঈশ্বরের ই-বার্তা আসিয়াছে। ফেসবুক-ব্লগ নাকি পাপে পুর্ণ হইয়া উঠিয়াছে, অবিশ্বাসী কাফের নাস্তিক মুরতাদদের লীলাভূমি হইয়া উঠিয়াছে, কারো মনে নাকি ঈমান বলিয়া আর কিছুই অবশিষ্ট নাই। ঈশ্বর নাকি তাহাকে ফেসবুক ব্যবহারকারীদের মহান ত্রানকর্তা বলিয়া মনোনিত করিয়াছেন, মানব জাতিকে রক্ষার মহান দায়িত্ব মোটাপেটের কাধে সঁপিয়া দিয়া ফেসবুক যেভাবে নাস্তিক কাফের মুরতাদদের দখলে চলিয়া গিয়াছে, তাহা হইতে ফেসবুককে রক্ষার কর্তব্য দান করিয়াছেন।

স্ট্যাটাসটি দিবার সাথে সাথেই তাহার স্ট্যাটাসে বিশাল হাউমাউ কাউকাউ লাগিয়া গেল। নানান দিক হইতে নানান ধরণের লোকজন নানান ধরণের কথাবার্তা বলা শুরু করিয়া দিলো। যেই মোটাপেট সারাদিন ধরিয়া ফেসবুকে গুতাগুতি করে, নানাবিধ স্ট্যাটাস দেয়, তাহার স্ট্যাটাসে কাকপক্ষীও কালেভদ্রে হাগুও করে না, সেখানে এই স্ট্যাটাসটি ৪০ টার বেশি লাইক পাইলো, নানাজন ২১২ টা মন্তব্য করিলো, স্ট্যাটাসটি ৩১ বার শেয়ারও হইলো। মোটাপেট তো মহাখুশি। যাক, সে এখন মানুষের চোখে পরিয়াছে অবশেষে।

এমনকি মহামান্য ঈশ্বরের ফেসবুক একাউন্ট হইতে মোটাপেটের কাছে ফ্রেন্ড রিকোয়েস্টও আসিলো, ঈশ্বর তাহাকে বেস্ট ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাইলেন। মোটাপেটের প্রফাইলে জ্বলজ্বল করিতে লাগিলো ঈশ্বরের বেস্টফ্রেন্ড কানেকশন!

আপনাদের কানে কানে জানাইয়া রাখি, ঈশ্বরের একাউন্টটা আসলে মোটাপেটই বানাইয়াছে। আর বানাইবেই না কেন? মোটাপেট সারাদিন ফেসবুকে বসিয়া নানান স্ট্যাটাস দেয়, নানান ছবি শেয়ার করে, কত্ত কত্ত লম্বা লম্বা নোট লেখে। কিন্তু কেউ তাতে লাইক দেয় না, কেউ কমেন্টও করে না। সুন্দরী মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেও তাহারা মোটাপেটের বদখত চেহারা দেখিয়া ব্লক মারিয়া দেয়। তো ঈশ্বরের ফেক একাউন্ট বানানো ভিন্ন উপায় কি? ঈশ্বর মহাশয় নিশ্চয় ইহার প্রতিবাদে শাহবাগ মোড়ে মানববন্ধন করিবেন না, হরতালও ডাকিবেন না। বড়জোড় তাহার নেট কানেকশন একটু স্লো করিয়া দিতে পারে, তাহাতে কোন সমস্যা নাই। মোটাপেটের ব্যাকআপ কানেকশন আছে।

মোটাপেটের চাচাতো ভাই বাবু ফকর মোটাপেটকে খুব উৎসাহ দিতে শুরু করিলো। আবু ফকর তাহাকে বলিলো, যে সে তাহার পক্ষ হইয়া প্রচার করিবে মহাপেটের নবুয়ত্বের কথা, বিনিময়ে মোটাপেট যখন মরিয়া যাইবে, আবু ফকরকে ক্ষমতা দিয়া যাইতে হইবে। ঐদিকে মোটাপেটের আরেক চাচাতো ভাই বদখত বালীও মোটাপেটের সঙ্গে যোগ দিলো। সকলে মিলিয়া মোটাপেটের ঈশ্বরের কথা ফেসবুকে শেয়ার দিতে লাগিলো। ফেসবুকের লোকজন তাহাদের উচ্চমার্গীয় গাধামী দেখিয়া প্রথম প্রথম খুব মজা পাইলো, তাহারা এই সব স্ট্যাটাস-নোট আর ভাড়ামোতে হাসাহাসি, লাইক, কমেন্ট, শেয়ার করিয়া মোটাপেট ও তার অনুসারীদের উৎসাহ দিতে লাগিলো।

কিছুদিনের মধ্যেই এই লইয়া ফেসবুকে হুলুস্থুল শুরু হইয়া গেল। ফেসবুকবাসী দুইভাবে বিভক্ত হইলো। একপক্ষ মোটাপেটের পক্ষে, আরেক পক্ষ বিপক্ষে। এই নিয়ে মারামারি ঝগড়াঝাটি ব্লক করা, রিপোর্ট করা নানান হাউকাউ শুরু হইলো। বড় বড় পেইজ চালানো এডমিনরা অনেকেই মোটাপেটের সাথে যোগ দিলো, আবার অনেকে মোটাপেটের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়া শুরু করিলো। দুই দিক থেকেই মোটাপেট হিট। কমেন্ট আর লাইকের বন্যায় ভাসিয়া যাইতে লাগিলো মোটাপেটের স্ট্যাটাস! নোটিফিকেশনের জ্বালায় অস্থির অবস্থা!

মোটাপেট দাবী করিলো, তার বেস্টফ্রেন্ড ঈশ্বরই নাকি ফেসবুক বানাইয়াছে, যাহারা বলে ফেসবুক জুকারবার্গের বানানো তাহারা কাফের। ঈশ্বর তাহার স্ট্যাটাসে একদিন লিখিয়াছিল, "হও"- আর ফেসবুক হইয়ে গিয়াছিল। কয়েকজন পোংটা নাস্তিক জিজ্ঞেস করিতে লাগিলো, যখন ফেসবুকই ছিল না, ঈশ্বর মহাশয় কোথায় বসিয়া স্ট্যাটাস লিখলো রে নালায়েক? স্ট্যাটাসটা লিখিয়া পোস্টাইলো কোথায়?

এসব বেমক্কা প্রশ্ন শুনিয়া মোটাপেট কিছুক্ষণ মাথা চুলকাইলো, তারপরে জোরে জোরে হাঁটু চুলকাইলো। এরপরে বলিলো, "শালার নাস্তিকগুলার ক্বলবে ঈশ্বর সিলগালা করে দিয়াছে। তাহারা সত্য বুঝিতে পারে না। তাহাদের সাথে যেন মুমিন ফেসবুকবাসী কথাও না বলে। কথা বলিলে ঈমান দুর্বল হইয়া যাইবে। বরঞ্চ ঈমানদার ফেসবুকবাসীর উচিত এই সব নাস্তিকদের প্রফাইলের নামে রিপোর্ট করিয়া তাহাদের ফেসবুক হইতে বিতারিত করা। ঈমানদারগন এই কাজ করিতে পারিলে পরকালে হলিউড বলিউড নায়িকাদের মত সুন্দরী ৭২ খানা মেয়ে পাইবে, যাদের রুচি একটু ভিন্ন, তাহারা গেলমানও পাইবে। আর নাস্তিকরা পরকালে পাবে করুনাময় ঈশ্বরের চিরস্থায়ী গদাম!"

এই লইয়া মোটাপেট ঈশ্বরের একটা মেসেজের স্ক্রিনশটও পোস্টাইয়া ফেললো। এবং ছবির নিচে লিখিলো, অতঃপর তোমরা তাহার কোন কোন অবদান অস্বোকার করিবে?

ঐদিকে ফেসবুকে একজন পোংটা নাস্তিক লোক ছিল, যারাকে সকলে আচিপ বলিয়া ডাকিতো। তাহার সাথে যুক্তিতর্কে ধরা খাইয়া একদিন মোটাপেট ওহী নাজিল করিলো, "ধ্বংস হোক নাস্তিক আচিপের হস্তদ্বয়, যেই হাত দিয়া সে টাইপ করে" নামে। ওহী দেখিয়া নাস্তিক আচিপ হো হো করিয়া হাসিতে হাসিতে বলিলো, সর্বশক্তিমান ঈশ্বর মহাশয় কাহার কাছে এই দাবী জানাইতেছেন? কাহার কাছে এই কামনা করিতেছেন? তিনি নিজেই কেন ধ্বংস করিতেছেন না? ধ্বংস করিবার জন্য কাহার কাছে আহবান জানাইতেছেন?

এর মাঝে একদিন মোটাপেট তার স্ট্যাটাসে দাবী করিলো, গতকাল রাত্রিতে নাকি সে ৯ টি আসমান ভেদ করিয়া একটি মেয়ে মানুষের মুখ ওয়ালা এবং সুন্দর পাখনা ওয়ালা উড়ন্ত গাধার পিঠে চড়িয়া ঈশ্বরের ১৪ কক্ষ বিশিষ্ট ফ্লাট বাড়িতে ঘুড়িয়া আসিয়াছেন। পথিমধ্যে আমেরিকার লাস ভেগাসেও সামান্য সুরা পান করিয়াছিলেন।



এই সব শুনিয়া বাবু ফকর লাফাইয়া আসিয়া কহিলেন, সে মোটাপেটের কথা বিশ্বাস করিয়াছে। দুষ্টলোকে বলাবলি করিলো, গতকাল রাতে নাকি তিনি উম্মে মধু নামক মোটাপেটের এক আত্মীয়ার বাড়িতে রাত্রি যাপন করিয়াছিলেন। উম্মে মধুর স্বামী বিদেশ ভ্রমণে ছিলেন, এই সুযোগে মোটাপেট ভালই কেরামতি দেখাইলেন। কিন্তু দুষ্টলোকের কথায় কান দেয়া ঠিক না।

ঐদিকে এই সকল কথা শুনিয়া নাস্তিক আচিপ কহিলেন, ঐটা উড়ন্ত গাধা ছিল না রে আহাম্মক। তুমি নিজেই উম্মে মধুর উপরে ঘোড়ার মত চড়িয়া স্বর্গসুখ লাভ করিয়া এখন প্রলাপ বকিতেছো। তাছাড়া ৯ আসমান বলিয়াই কিছু নাই, আসলে তুমি প্রাথমিক বিদ্যালয় পাশ দাও নাই বলেই ভাবিতেছো আসমান মনে হয় এক দুই তিনটা। আর পাখনা ওয়ালা জীব তোমাকে এত দূর নিয়া গেছে শুনাইয়াও হেসে বাচি না। বায়ুমন্ডলের উপরে পাখনা দিয়া কি করিবেরে উল্লুক? বেটা ইতর, নিজের এতগুলো বিবি থাকিতেও অন্যের স্ত্রীর দিকে হাত দিস!

এইসব শুনিয়া মোটাপেট নাস্তিক আচিপকে ব্লক করিয়া দিলো। কারণ হিসেবে লিখিলো, তাহার ধর্মানুভূতিতে আঘাত!

ঐ দিকে মহাপেটের অনেক দিনের ইচ্ছা একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করে, কিন্তু ফেসবুকে মেয়েগুলো ভয়াবহ রকমের চাল্লু!! টাকা পয়সার প্রতি মোটামেটের সীমাহীন লোভ থাকায় সে প্রেম করিতো এক বৃদ্ধা মহিলার সাথে, বৃদ্ধা মহিলা তাহাকে ল্যাপটপ কিনিয়া দিয়াছিল, বাংলালায়ন ওয়াইম্যাক্স মডেম কিনিয়া দিয়াছিল। সেই বৃদ্ধা মহিলার সাথে আর কত ভাল লাগে। ফেসবুক ভর্তি সুন্দরী তরুনী, মোটাপেট দেখে আর তাহার বুকটা খা খা করে। কিন্তু এইবার মোটাপেটের স্ট্যাটাসে অনেক তরুনী সুন্দরীরাও লাইক দেয়া শুরু করিলো। তাহার ফ্রেন্ড রিকোয়েস্টও তাহারা এক্সেপ্ট করা শুরু করিলো। মোটাপেট তো মহা খুশি!!

একদিন মোটাপেটের বৃদ্ধা প্রেমিকার পুত্র জাহিদ এক সুন্দরী মেয়েকে বিবাহ করিয়া লইয়া আসিলো, নতুন বৌয়ের নাম জয়শ্রী। বিবাহের ছবি শেয়ার দিতেই জয়শ্রীকে দেখিয়া মোটাপেটের তো মাথা চক্কর মারা শুরু করিলো। তো সে ঈশ্বরের ফেক একাউন্ট থেকে নিজেকেই মেসেজ করিলো, "হে মোটাপেট, ফেসবুক জাতি আজ এক ভয়ংকর বিপদের সম্মুখীন। ফেসবুক জাতিকে বাঁচাইতে হইলে মোটাপেটকে জয়শ্রীকে সাথে বিবাহ করিতে হইবে, তা না হইলে মহাবিপদ আসন্ন"; মোটাপেট ঈশ্বরের সেই মেসেজের স্ক্রিনশটটি তার ফেসবুকে শেয়ার দিলো। যদিও নিচে মোটাপেট লিখিয়া দিল, এই বিবাহে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। কিন্তু মহামান্য ঈশ্বরের হুকুম বলিয়া কথা!

আর যায় কই? মোটাপেটের সাঙ্গপাঙ্গ ছাগুরা মিলিয়া জাহিদের সাথে জয়শ্রীর তালাক দিয়ে মোটাপেটের সাথে বিবাহ দিয়ে দিলো! সকলে বলিতে লাগিলো, যাক বাবা, বাঁচা গেছে। মোটাপেটের সাথে জয়শ্রীর বিবাহ না দিলে কি যে হইতো! নিশ্চয়ই ঈশ্বর রাগ করিয়া ফেসবুক সার্ভারে ঠাডা ফেলতেন, তাহাদের আর ফেসবুক ব্যবহার করাই হইতো না!

মোটাপেট মুচকি মুচকি হাসিলো আর ভাবিলো, তাহার উম্মতগুলো কত বড় গাধার বাচ্চা!!! এইভাবে তো সে অনেক মেয়েকে বিবাহ করিতে পারে। কি মজা। মোটাপেট আরো বেশি বেশি ইশ্বরের একাউন্ট থেকে নিজের একাউন্টে ওহী পাঠাতে লাগলো, এবং তা প্রতিদিন শেয়ার করতে লাগলো। আজ একে বিয়ে তো কাল তাকে বিয়ে, এভাবে ১১ টা বিয়ে করে ফেললো। শুধু তাহাই নয়, মোটাপেট বাসার কাজের মহিলাদের সাথেও ইটিস পিটিস ঈশ্বরের ওহী দিয়া জায়েজ করাইয়া লইলো। ফাকফোকর দিয়ে যে কত আরো কি করিলো সেগুলো নাহয় নাই বলিলাম। সেসব বলিতে গেলে অশ্লীলতার দায়ে এই পোস্টটিকে অভিযুক্ত করা হইতে পারে। ঐদিকে মোটাপেটের দুরসম্পর্কের ভাই বাবু ফকরের ছোট মেয়ে আয়শা টাকিয়ার প্রতিও মোটামেট কিঞ্চিত দুর্বলতা অনুভব করিতে শুরু করিলো। একদিন বাবু ফকরকে ডাকিয়া বলিলো, "হে বাবু ফকর, ঈশ্বর চাচ্ছেন আমরা আত্মীয়তার সুত্রে আবদ্ধ হই, তাই তোমার কন্যা আয়শা টাকিয়াকে আমি বিবাহ করিবো বলিয়া সিদ্ধান্ত লইয়াছি।"

বেচারা বাবু ফকর দেখিলো বিপদ, সেই সময়ে মোটাপেটের চ্যালার সংখ্যা বৃদ্ধি পাইয়াছে। এখন না করিলে মোটাপেট ক্ষেপিয়া তাহাকে কাফের আখ্যা দিয়া কতল করিয়া ফেলিলেও কেউ কিছুই বলিবে না। তাই নিরুপায় বাবু ফকর তাহার শিশুকন্যাকে তুলিয়া দিল মোটাপেটের হাতে! মোটাপেট শিশুকন্যা আয়শা টাকিয়াকে পাইয়া ডুগডুগি বাজাইতে পাগিলো।




একদিন দেখা গেল, মোটাপেটের শিশু স্ত্রীর ফেসবুক প্রফাইলের ছবির নিচে জনৈক পোংটা একটি অশ্লীল মন্তব্য লিখিয়াছে। মন্তব্যটি পড়িয়া মোটাপেটের মাথায় আগুন ধরিয়া গেল, কিন্তু ঐ পোংটার একাউন্টটা ছিল ফেইক একাউন্ট। তাই কমেন্ট কারীকে কিছু করিতে না পারার আক্ষেপে রাগে কাঁপিতে কাঁপিতে মোটাপেট নিয়ম জাড়ি করিলো, এখন হইতে সকল নারী ফেসবুকারদের একটি কালো বস্তার ভিতরে ঢুকিয়া সর্বাঙ্গ ঢাকিয়া ফটো শেয়ার করিতে হইবে। নতুবা ঐ সকল নারীকে পাথর মারা হইবে।

ঐদিকে মোটাপেটের মাথামোটা সাঙ্গপাঙ্গও সেইসব স্ট্যাটাস পড়িয়া নিয়মিত মাশাঈশ্বর, সুভাঈশ্বর বলে কপাল থাপরাইতে লাগিলো। তাহারা তাদের ধর্মের নাম দিলো শান্তি। কিন্তু কেউ সেই ধর্মের বিরোধীতা করা মাত্রই সাঙ্গপাঙ্গ লইয়া তাহার উপরে ঝাঁপিয়ে পরিতো। মোটাপেট নিয়ম করিয়া দিলো, ঈশ্বরের ফেসবুক একাউন্টটিতে ঢুকিয়া ঈমানদার ফেসবুক ব্যবহারকারীগনকে সর্বদাই দিনে পাঁচবার মাথা ঠুকিয়ে হইবে। বছরে এক মাস ফেসবুক হইতে অব্যহতি লইতে হইবে, এবং গরু হত্যা করিয়া গরুর প্রতি ভালবাসা ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করিতে হইবে। শুধু তাহাই নয়, কয়েকজন মোটাপেটের ভন্ডামী ধরিতে পারিয়া দল ত্যাগ করিয়াছিল, মোটাপেট হুকুম দিলো তাহাদের কল্লা ফালাইয়া দিতে। কারণ শান্তির ধর্ম ছেড়ে যাহারা যাইবে, তাহারা নিশ্চিতভাবেই শান্তির শত্রু! তাই শান্তির শত্রুদের কল্লা ফালাইয়া দেয়াই উত্তম কর্ম!

এভাবেই শুরু হইলো একটি নতুন ফেসবুক ধর্মের, এবং এই ধর্মের পরবর্তী অনুসারীরা নিজেদের মনমতো একটি আসমানী কেতাব বানাইয়া লইলো, যাহার নাম তাহারা দিলো, "পবিত্র-আহাম্মকোপিডিয়া"। তাহারা দাবী করিতে শুরু করিলো, সমস্ত জ্ঞান বিজ্ঞানই এই "পবিত্র-আহাম্মকোপিডিয়া" কেতাবে সাংকেতিকভাবে লিপিবদ্ধ রহিয়াছে। যদিও "পবিত্র-আহাম্মকোপিডিয়া" মুখস্ত করিয়া ফাতাফাতা করিয়াও এই ধর্মের অনুসারীরা কোন বিজ্ঞান বাহির করিতে পারিলো না, তথাপি তাহারা কোন বৈজ্ঞানিক তত্ব আবিষ্কার হওয়া মাত্রই দৌড়াইয়া লাফাইয়া ঝাঁপাইয়া নিজেদের কেতাব "পবিত্র-আহাম্মকোপিডিয়া" এর কিছু শব্দার্থ বেমালুম পাল্টাইয়া দাবী করিতে লাগিলো, এই বিষয়ে এই কেতাবে আগে থেকেই সব লেখা আছে। এবং ফেসবুক কলুষিত ও নোংরা হইয়া উঠিতে লাগিলো এক ভন্ডের ধর্মব্যবসায়ীর দ্বারা। এরপরে যুগ যুগ ধরিয়া চলতেই লাগিলো সেই ধর্মের প্রচার, এবং বংশ পরম্পরায় মানুষ বিশ্বাস করিতে লাগিলো "মোটাপেটই সর্বশ্রেষ্ট ফেসবুক ব্যবহারকারী"। এরপরে যাহারাই এই লইয়া প্রশ্ন তুলিয়াছিল, তাহাদেরই কল্লা নামাইয়া দেয়া শুরু হইলো। এবং ফেসবুক হইয়া উঠিলো এক আদিম বর্বর জঙ্গলের মত, যেখানে মুক্তভাবে নিঃশ্বাস নেবার কোন উপায় রহিলো না। জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, শিল্পকলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, প্রেম, কবিতা সব ফালাইয়া দিয়া মানুষ শুরু প্রভু ঈশ্বরের আরাধনা করিয়া স্ট্যাটাস দিতে লাগিলো। ফেসবুক আর মননশীল মেধাবী সৃষ্টিশীল মানুষের রইলো না, কোন যুক্তিতর্ক আলোচনা সমালোচনার স্থান রহিলো না, হইয়া উঠিলো মাথামোটা প্রশ্নহীন জিজ্ঞাসাহীন জ্ঞানহীন বুদ্ধিহীন আহাম্মক শ্রেনীর খোয়াড়, যাহারা শুধু রোবটের মত হুজুরের সাথে সাথে মাশা ঈশ্বর আর সুভা ঈশ্বর বলে মাথা ঝুলানো ছাড়া কিছুই চিন্তা করতে পারে না।

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা নিছক একটি রম্যরচনা। জীবিত বা মৃত কারো সাথে এই লেখার সাথে কোনরুপ মিল পাওয়া গেলে লেখককে কোনভাবেই দায়ী করা যাবে না। তাহা নিছক ঘটনাচক্রের সহসা সংঘটন বলিয়া ধরিয়া লইতে হইবে। ধন্যবাদ।

সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অল্প পুঁজিতে অত্যন্ত লাভজনক একটি ব্যবসার সন্ধান, যে কেউ চাইলে শুরু করতে পারে

লিখেছেন জ্যাক স্মিথ, ২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৫



কেউ একজন জানতে চেয়েছেন ১০/১২ লাখ টাকা বিনিয়োগ করে কিভাবে মাসে ১/২ লাখ টাকা ইনকাম করা যায়? বিষয়টা নিয়ে চিন্তা করে দেখলাম বাংলাদেশে ১০/১২ লাখ টাকা বিনিয়োগ করে... ...বাকিটুকু পড়ুন

সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

লিখেছেন তানভির জুমার, ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২২



১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির পন্ডিত, ব্লগার তানভীর জুমারের পোষ্টটি পড়েন, জল্লাদ আসিফ মাহমুদ কি কি জানে!

লিখেছেন জেন একাত্তর, ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৪৯



সামুর রাজনীতির ডোডো পন্ডিত, ব্লগার তানভীর ১ খানা পোষ্ট প্রসব করেছেন; পোষ্টে বলছেন, ইউনুস ও পাকিসতানীদের জল্লাদ আসিফ মাহমুদ ধরণা করছে, "সেনাবাহিনী ও ব্যুরোক্রেটরা বিএনপি'কে... ...বাকিটুকু পড়ুন

নীল নকশার অন্ধকার রাত

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১৬


কায়রোর রাস্তায় তখন শীতের হিম হাওয়া বইছিল। রাত প্রায় সাড়ে এগারোটা। দুইটা বড় সংবাদপত্র অফিস: আল-আহরাম এবং আল-মাসরি আল-ইয়াউম—হঠাৎ করেই আগুনে জ্বলে উঠলো। কিন্তু এই আগুন কোনো সাধারণ দুর্ঘটনা... ...বাকিটুকু পড়ুন

আগুন যখন প্রশ্নকে পোড়াতে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩২

আগুন যখন প্রশ্নকে পোড়াতে আসে[

স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধে রাষ্ট্রীয় ব্যর্থতা, মব-রাজনীতি ও এক ভয়ংকর নীরবতার ইতিহাস
চরম স্বৈরশাসন বা ফ্যাসিবাদী রাষ্ট্রেও সাধারণত সংবাদমাধ্যমের কার্যালয়ে আগুন দেওয়ার সাহস কেউ করে না। কারণ ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

×