
আর কাউকে পরিসংখ্যান তুলে ধরতে হবে না। ওরা ১১ জনের নাম জানে না এমন লোক খুজে পাওয়া, অনেক কঠিন। ১১ কেন এক্সট্রা প্লেয়ার ২২ পর্যন্ত নাম জানে বেশিরভাগ দর্শক।
এমন একটা সময় ছিল যখন ১০০ রান করা বাংলাদেশ এর ২য় প্লায়েরটা কবে কে হবে সেই আশায় চাতক পাখির মত প্রতিটা খেলার দিকে তাকায়ে থাকতে হত, তার ধারাবাহিকতায় কেও নাম পেত Mr. 50।

** এখন আমাদের প্রতিটা ম্যাচেই কেও না কেও ১০০ রান এর স্বপ্ন দেখায়।
** প্রতিটা ম্যাচ খেলে জেতার টার্গেট এ।
আমরা খেলা শুরুর আগেই সম্মানজনক হার নিয়া ভাবতাম, এখন সিরিজ জয়, চ্যাম্পিয়ন নিয়া ভাবি। আমাদের প্লেয়াররা ভুরি ভুরি ম্যাচ জিতছে, সিরিজ জিতছে, ম্যান অফ দা সিরিজ হচ্ছে। তবু কি যেন একটা হয় নাই,
একটা কাপ বদলে যাওয়া বাংলাদেশ , চ্যাম্পিয়ন বাংলাদেশ।
আমি মাঠ এ ছিলাম প্রথম ও শেষ খেলাটায়। ফাইনালে যাবো না। আমি গতকালের মেন্টাল প্রেসারটা নিতে পারছিলাম না তাই। কিন্তু আমি বিশ্বাস করি, এমন দিন দূরে নয় যখন মেন্টাল প্রেসর বলে কিছুই নিতে হবে না। আর তা পারে কেবল একটা কাপ যা বাংলাদেশ প্লেয়ারদের হাতে, আর ১৬ কোটি প্রান একসাথে গাইবে বিজয়ের গান। শুভেচ্ছা টিম বাংলাদেশকে এমন একটা আবেগে ভাসালে আমদের আরও একবার।

সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




