ঘটনাটা প্রায় দুই বছর আগের। তখন ছিল শীতকাল।আমি নিজে দাবা খেলতে বেশ পছন্দ করি। কিন্তু বাসায় খেলার মত কাউকে পাইনা,বন্ধুদেরকেও কাছে পাওয়া যায় না সবসময়। তাই মাঝে-মাঝে অনলাইনে দাবা খেলি। আপনারা যারা অনলাইনে দাবা খেলেন তাদের নিশ্চয় Yahoo chess সম্পর্কে ধারনা রয়েছে। এখানে দাবা খেলার বেশ কিছু সুবিধা আছে। তার মাঝে একটি হল যার সাথে খেলছি সে পরিচিত/অপরিচিত যেই হোক না কেন তার সাথে chat করা যায়। অর্থাৎ দাবা খেলতে খেলতে গল্প করা। সেদিন চেস রুমে ঢুকে দাবা খেলার লোক খুজছিলাম। এরিকা নামক একজন সুইডিশ মহিলা খেলতে রাজি হলেন। এর আগে দেখেছি সাধারনত সুইডিশ তাদের নিজের ভাষা দিয়েই সবার সাথে কথা শুরু করে, এমনকি অনেকে ইংরেজি ভালো জানলেও বলে না।কিন্তু এই মহিলার ক্ষেত্রে দেখলাম বেতিক্রম। তিনি শুরু থেকেই বেশ ভালো ইংরেজি বলছিলেন এবং কথা চালিয়ে যাচ্ছিলেন। একপর্যায় আমাকে জিজ্ঞাসা করলেনঃ-
Erika: তোমার আইডির(Amitbangla) অর্থ কি?
Amitbangla: আমার নাম Amit এবং আমি একজন Bangladeshi, তাই আমার আইডিটা এমন।
Erika: তুমি কি বাংলাদেশি?
Amitbangla: হা,তুমি আমার দেশ চিন?
Erika:আমি চিনি,তোমার তো সেই দেশ যারা ভাষার জন্য আত্মত্যাগ করেছিলে,তাই না?
এরপর আমার খেলা থেমে গেল,কিছুক্ষন চুপ করে মনিটরের স্ক্রিনে তাকিয়ে রইলাম।তারপর লিখলামঃ হাঁ, আমরা সেই জাতি এবং আমি বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি।
এরপর হাত দিয়ে চোখ দুটো মুছলাম,আমি আমার জীবনে খুব কম এভাবে গর্ববোধ করতে পেরেছি,মনে-মনে বললাম- সালাম,রফিক জব্বার...তোমাদের রক্ত বৃথা যায়নি। তোমাদের রক্তের বিনিময়ে আজ পৃথিবীর মানুষ আমাদের চিনতে পারে।
আজ প্রায় দুই বছর পর সেই ঘটনাটা খুব মনে পরছে।