অপ্রত্যাশিত প্রত্যাবর্তন
একটি পরিবর্তনের পথে চলছি,
রুক্ষ ধুলোমাখা রোদে শুকিয়ে চৌচির একটি পথ।
পথটা আমার বরই অচেনা, ঠিক যেন আমার স্কুলের পিছনের রাস্তাটির মত,
যাকে আবিস্কার করতে কতগুলো বছরই না আমায় অপেক্ষা করতে হয়েছিল,
ঠিক যেন সেই ভাঙা পথ, কেবলি পিচঢালা একটি জঞ্জালের মত,
আজ সেই পথে পুনরায় চলছি।
জীবনে এই পরিবর্তনের খোজে আরো বহুবার হেঁটেছি এই পথে,
বহুবার আবিস্কার করেছি এর নকশা।
কখনো হোঁচট খেয়ে,আবার কখনো বা আঘাত পেয়ে খুজে নিয়েছি পথের নতুন মোড়,
কখনো হোঁচট গুলো কে নিছক আশিরবাদ ভেবেই হয়তো আবার চলতে শুরু করেছি।
এই পথে চলতে আমি কখনো অমায়িকতার দেখা পাইনি;
যতদূর চলেছি সূর্য গনগন করেছে আমার পথ চলার উপরে,
গাছের পাতা গুলো পর্যন্ত যেন কি এক অজানা অভিমানে নিথর হয়ে থেকেছে,
এক-এক করে প্রতিটি মেঘের ছায়া যেন মুখ ঘুরিয়ে নিয়েছে আমার থেকে।
তবুও পরিবর্তনের এক নেশায় অথবা আশায় পথ ছলেছি বার-বার,
আবার সেই পরিবর্তনের পথে, আবার সেই পথ চলা।
এই পথ চলতে কখনো আমি মরীচিকা দেখিনি, আবার কখনো দেখিনি কোন মরূদ্যান,
তবুও নয় কোন যাযাবরের পথ চলা,শুধুই এক পরিবর্তনের খোজে এগিয়ে যাচ্ছি;
শুধুই একটি পরিবর্তনের পথে চলছি।
আমি জানি,শেষ অবধি এই পথ চলার সাময়িক অবসান ঘটবে আবারো,
থমকে যাব আমি, আবিস্কার করব একটি তুচ্ছ সত্য;
শেষ হবে এই পথ চলা।
বিস্তীর্ণ চারিপাশ, আবারো যেন শুরু হোল পিছু ফিরে;
পরিবর্তন, এখানে আমি-ই সেই পরিবর্তন।
প্রতিবারের মত আবার আবিষ্কার করলাম নিজেকে একটি পরিবর্তন হিসেবে,
পরিবর্তন, সে তো আমি; পথ,সেতো শুধুই পথ চলা।
পরিবর্তনের কোন পথ নেই, রয়েছে জীবনের পরিবর্তন,
পথ চলার মাঝে ভ্রান্ত পথিকের মত আমি আবিষ্কার করি আমার মাঝের পরিবর্তন।
-মাহমুদ বেগ (অমিত)
১৯ জুন,২০১২
সময়ঃ ১০:৩৮ (রাত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




