আজকে নেট-এ দেখতে পেলাম আমাদের দেশের একজন স্বনামধন্য রবীন্দ্র সঙ্গীত শিল্পি সাদি মহম্মদ (যতটুকু জানি যে তিনি তার নামের বানানে "মুহাম্মদ" লিখেন না) বর্তমানের একটি তরুণ ব্যান্ড সঙ্গীত দল "ক্ষ"-এর উপর ভীষণ ক্ষিপ্ত। ক্ষ দের অপরাধ তারা আমাদের জাতীয় সঙ্গীত "আমার সোনার বাংলা"-কে কিছু আধুনিক সঙ্গীত যন্ত্র দিয়ে গেয়েছে এবং এর ফলে আমাদের রবিন্দ্র সঙ্গীতজ্ঞ সাদি মহম্মদ ক্ষ ব্যান্ডকে "মৌলবাদী" উপাধি দিয়ে দিয়েছেন। আমি এর আগেও তাদের এই কাজটির ব্যাপারে শুনেছিলাম কিন্তু তাদের গাওয়া গানটি আমার শোনা হয়নি। আমাদের সাদি মহম্মদ এর এই ক্ষিপ্ততা দেখে আমার কৌতূহল আরো বেরে গেল এবং গানটা শুনলাম।
এই গানটি শোনার পরে মনে হল আমাদের দেশের কিছু সঙ্গীত শিল্পি মাঝে মাঝে গটবাধা ভাবে হারমোনিয়াম বাজিয়ে গানটি গেয়ে থাকেন, যার অধিকাংশের মাঝেই কোন আবেগ খুজে পাওয়া যায় না। সেখানে ক্ষ ব্যান্ড -এর গায়ীকা তার থেকেও আর বহুগুন
বেশি আবেগ দিয়েই গানটি গেয়েছেন... সুরের কোন পরিবর্তন ছিল না তাদের গানে। শুধু মাত্র পার্থক্য একটাই, আর সেটা হল তারা আধুনিক বাদ্যযন্ত্র অত্যন্ত মার্জিত ভাবে ব্যবহার করেছে। এখন আশা যাক আমাদের সঙ্গীতজ্ঞ সাদি মহম্মদের বিক্ষুদ্ধতা নিয়ে, যদি ক্ষ ব্যান্ড আধুনিক যন্ত্র ব্যবহারের কারনে মৌলবাদী হয়ে থাকে তাহলে তো সাদী মহম্মদ আর বেশি মৌলবাদী। কারন সে তার নামে "মহম্মদ" অর্থাৎ "মুহাম্মদ" ব্যাবহার করে। সেটা "রাম" অথবা "কৃষ্ণ" হলে মৌলবাদী বলা যায় না। আবার সাদী মহম্মদ নিজেই তার রবীন্দ্র চর্চার ক্ষেত্রে অনেক আধুনিক প্রজুক্তি আজকাল ব্যবহার করে। যার অনেক কিছুই রবিন্দ্রনাথ ব্যবহার করতেন না। সুতরাং সাদি মহম্মদ এর যুক্তিতেই সে নিজেও একজন মৌলবাদী। এর বাকি বিচার ভার পাঠকদের উপর ন্যস্ত করলাম।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




