গরিব দেশের মানুষ আমরা ... উৎসবের উপলক্ষ আমাদের মত সাধারন মানুষের জীবনে খুব একটা আসে না ... এই ক্রিকেট ই আমাদের কে দিয়েছে প্রান ভরে মন উজার করে চিৎকার করার ... বাংলাদেশ বাংলাদেশ বলে আকাশ বাতাস কাপিয়ে তোলার ... চারিদিকে যখন বাংলাদেশ বাংলাদেশ শুনি মন খুশিতে ভরে যায় ... চোখ ভিজে যায় বৃষ্টিতে ... মনে হয় ঈদ বা পহেলা বৈশাখের মত জাতীয় উৎসবের চেয়েও সারা দেশের সব শ্রেনীর মানুষের এই জাগরন ... বাধভাঙ্গা উল্লাস কম নয় বরং বেশি ... যারা আমাদের এতো আনন্দের উৎস ... বিপদের দিনে আমরা তাদের পাশে দাড়াতে পারিনা ... ??? আমরা কি পারিনা ওদের মনে একটু সাহস জোগাতে ... বলতে পারি না ... এগিয়ে যাও আমরা ১৬ কোটি আছি তোমাদের সাথে ... !!!
হুম জানি সবার সপ্নভংগ হয়েছে ... ওদের কি হইনি ... ???
জানি আমাদের অনেক খারাপ লাগছে ... আর ওদের ... ???
আমরা কিন্তু খেলেছি সাউথ আফ্রিকার সাথে ... ওদের ODI Ranking আর আমাদের ... ???
জানি বলবেন ... তাই বলে এভাবে হার !!! হার সমস্যা কি ২৫০ করে হার ... !!!
হুম ... ক্রিকেটে সব দিন নিজেদের মত হয় না ... নিজেও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছি তাই হয়তো একটু হলেও ওদের জ্বালাটা বুঝি ... একদিন খারাপ খেললে কতটা খারাপ লাগে ... ...
বিশ্বকাপ শুরুর আগে আমাদের যে টার্গেট ছিল তা কিন্তু পুরণ হয়েছে ... ৩ জয় ... ২ টি ছোট দল এবং WI / ENG এর মত একটি বড় দল ... হয়তো এটাই বাস্তবতা ... এ গ্রুপে থাকলে হয়তো ভালোভাবেই কোয়াটারে জেতে পারতাম ...
যা হক ... আমি খুব সাধারন একজন মানুষ ... সপ্নভঙ্গের বেদনায় যে কাতর ... চাইলে আপনারা আমাকে গালি দিতে পারেন ... খারাপ কথাও বলতে পারেন ... তবু আমি ওদের উপর আস্থা রাখবোই ... একটু চিন্তা করে দেখুনতো ২/৩ বছর আগেও আমরা সাউথ আফ্রিকার সাথে জিতবো এটা ভাবতে কারো সাহস হতো কিনা ( যদিও গত বিশ্বকাপে আমরা ওদের হারিয়েছিলাম ) আজকের মত দল যায় হোক আমরা জিতবো ... এই মানসিকতা কিন্তু এই ছেলেগুলোর অক্লান্ত অবদানের ই ফল ...
সমলোচনা তো হতেই পারে ... সমলোচনা না হলে তো কথাও উন্নতি সম্ভব না ... তবে কথা হচ্ছে ... সমলোচনা হতে হবে গঠনমূলক ... যা সত্যি ওদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ...
আমরা অনেক আবেগ প্রবন জাতি ... আমি বুঝতে পারি আপনাদের কতটা খারাপ লেগেছে ... তাহলে নিজের কিছু কথা বলি ... আজ সকালে খেলা বলে গত রাতে টেনশনে ঘুমাতে পারিনি ... খেলা ছেড়ে উঠতে হবে বলে খেতেও যাইনি ... কত সপ্ন ঐ ১১ এর সাথে ...
এত স্বপ্ন কিন্তু ওরাই আমাদের দেখিয়েছে ... সারারাত ধরে বিজয় মিছিলের আনন্দে ওরাই কিন্তু ভাসিয়েছে ... আসুন না এই মন খারাপের দিনে ওদের পাশে দাঁড়ায় ...
আসুন আমরা শপথ করি --- বাংলাদেশ ক্রিকেট দলের পাশে আছি ... বিজয়ে ছিলাম ... আছি পরাজয়েও ... আস্থা রাখি ওদের ঊপর ওরা নিশ্চয় আবার ভালো খেলবে..... ওরাই একদিন ছিনিয়ে আনবে বিজয়ের অগ্নিশিখা ... ওরাই একদিন আনবে বিশ্বকাপ ...
লেখাটি পড়ে ভালো লাগলো ... তাই এড করে দিলাম ...
চলুন আমরা ক্রিকেটারদের চামড়া তুলে নিই....
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৩৯