আজব বালিকা !
না বোঝে তত্ত্ব না পড়ে তথ্যকণিকা ...
তবু হেন বিষয় নেই এই পৃথিবী জুড়িয়া ...
যাহাতে সে থাকে তাহার মুখটি বুজিয়া ...
পৃথিবীর সকল তথ্য যেন তাহার জানা...
নূতন কিছু ! শিখতে তাই মানা !...
কাল হল এই হাদারাম আমার!!!
বুজাইতে গিয়া ব্যর্থ , আমি ক্লান্ত বারংবার ...
তথ্য, উপাত্ত হাজির করিয়া ভাবি ...
এইবার, এইবার কোথায় যাবি?
হাসিয়া বালিকা বলে ...
যুদ্ধ ও প্রেমে নিয়ম ! না মানিলেও চলে ... !
আমি আর যাইবো কোথায় ...
বন্ধী হইলাম বালিকার ভালোবাসার খাঁচায় !
নেই তত্ত্ব, নেই যুক্তি, নেই আলোচনার সুযোগ ...
লইতে হইবে মানিয়া বালিকার সকল আবদার আর আনুযোগ ...
ক্লান্ত আমি, ব্যর্থ আমি বসিয়া বসিয়া ভাবি...
এই বুঝি প্রেম! ... এতকিছু এর লাগি
না চাহিতেও কিছু প্রশ্ন, হয় উদয় আমার মনে...
থাক, না হয় ছাড়িয়াই দিলাম সব, ঐ বালিকার টানে ...
তবু যাবার পথে আমায় পথিক সুধায়ে কয়
একি হাল তব কবি !!! জীবন, বুঝি এভাবেই রয় ???
প্রতুত্তরে দীর্ঘ এক শ্বাস ফেলিয়া তব বলি...
করো না প্রেম ! বুঝিবে ! কত রাস্তায় কত গলি !
নারী... সেতো ঈশ্বরের ধন...
না পারি বুঝিতে তাহার মন ...
স্বয়ং ঈশ্বর ব্যর্থ যেথায়...
আমি কবি, কোন ছাড়! বুঝিতে বালিকার হৃদয়...
বালিকা আমার সর্বদায় ঠিক...ধরিয়া ইহাকে তত্ত্ব...
চলিতে শিখিতেছি নূতন করিয়া... ইহাই নুতন মন্ত্র...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




