
অথচ,
তোমার হাত ধরেই ঘুরবার কথা ছিল...
পথ ঘাট প্রান্তর তোমার নুপুরের শব্দে প্রকম্পিত হবার কথা ছিল...
শিশিরের গায়ের জমে উঠা অভিমান যেমন টুপ করে পরে...
ঠিক তেমন করেই তোমার অভিমানী হবার কথা ছিল...
না ঘুমানো সূর্যটার প্রতি ভোরে তোমার গায়ে পরশ বোলানোর কথা ছিল ...
কথা ছিল, বৃষ্টির দিনে আমরা ভিজবো না, মনটাকে ভেজাবো...
মেঘেরা যখন খেলা করবে, লুকিয়ে থাকা ঐ সূর্যটাকে ধরে আনবো...
সবুজ থেকে সবুজে বিলিয়ে দেবো মনের যত টান...
নীল আকাশে রেখে যাবো তোমার আমার গান...
তবে এমন হলো কেন...
গানগুলো কেন নিঃশব্দ হল...
অভিমানী শিশির কেন শুকিয়ে গেল...
ভোরের সূর্যটা কেন আলো নিভিয়ে দিলো ... কেন ...
ফিরে এসো মেঘবালিকা ... শিশির তোমার অপেক্ষায় আছে ...
তুমি এলেই ও আবার অভিমানী হবে ... ... ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




