
নির্ঝরের স্বপ্নভঙ্গ ...
অথবা নিরিখে না মেলানো সমাধান
তোমাদের মাঝে এক টুকরো মিথ্যে আমি, ব্যস্ত অভিনয়ে
উদয় হতে অস্ত বয়ে চলা নির্লিপ্ত গ্লানি আস্টেপিষ্ঠে
দেয়াল জুড়ে না পাওয়ার বড় বড় বিলবোর্ড
ঠুনকো আবেগ অথবা আলোকিত অতীত স্পৃহা জাগায়
প্রতিরোধ করতে চাই তোমাদের সব "কেন" কে
মুহুর্তেই ভেঙেচুরে শেষ ... নিমিষেই পরাজিত আমি
স্পৃহা দ্বিগুনে পরিনত হয় হতাশায়, ক্ষোভে,গ্লানিতে
DO OR DIE পুরোনো হয়েছে অনেক আগেই
যুগ এখন YOU HAVE TO DO BEFORE U DIE এ
মৃত্যু যেখানে অনিশ্চিত ... লড়াই সেখানে অনিবার্য ...
থেমে থাকবার বিলাসিতা ... স্বেচ্ছামৃত্যুসম ...
তোমাদের অতৃপ্ত নগরী ... আকুক আরেকটি গ্লানির গল্প
সেই ফাকে আমি হারিয়ে যায় ... তোমাদের হতে
অনেক দূরে ... যেখানে শুধু আমিই থাকবো না, সবাই থাকবে ...
বহুবারের মত বিদায় চেয়ে আকাশ আজ তোমাদের লজ্জিত করবে না
মেঘেদের হতে টুপ করে ঝাপ দেবে ঐ অতল ব্লাকহোলে ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




