এদের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। চটি পেজ এডমিন হিসেবে এরা সুপরিচিত। এরাই বর্তমানে ।। আলোকিত ইসলাম ।। নামের পেজটি খুলে চটি পেজে প্রমোট করে দ্রুত ৫০,০০০ হাজার ফ্যান করেছে। এখানে ইসলাম প্রচারের নামে প্রকৃতপক্ষে তামাশাই করে যাচ্ছে এরা। যারা নিজেরাই চটি পেজ চালায় তার অন্যকে কি দাওয়াত দিবে??
দেখেন সে কিভাবে একই সাথে তার ফ্রেন্ড লিস্টের বন্ধুদের •|• তারকজগত •|• ও ।। আলোকিত ইসলাম ।। পেজে invite করছে।
এদের চটি পেজ চালানোর বিস্তারিত রিপোর্ট দেখুন-
ক্লিক করুন ১ ক্লিক করুন ২
যারা ইসলাম প্রচার করে আড়ালে তারা চটি পেজ চালায়।
ইসলাম প্রচার করতে হলে ইসলামী শরীয়ত সম্পর্কে নিজের পরিপূর্ণ জ্ঞান থাকতে হয়। মূর্খরা ইসলাম প্রচারের নামে ইসলামের ক্ষতিই করে যায়। এই চটি এডমিনদের ইসলামের প্রাথমিক জ্ঞানটুকুও নেই। পেজের পোস্টে কোন প্রশ্ন করলে কোন সদুত্তর দেয়ার সামর্থ্য তাদের হয় না। এরা যাবতীয় কপি পেস্টের দ্বারা পেজ চালিয়ে ইসলামে নিত্যনতুন ফিতনা সৃস্টি করে যাচ্ছে। এদের এবং এদের পেজ হতে সাবধান। চটি পেজ এডমিনরাও আজ ইসলামিক পেজ খুলে। ধর্ম নিয়েও এরা লাইক ব্যবসা শুরু করেছে। কুলাঙ্গারগুলি অধঃপতনের শেষ সীমায় পৌঁছে গিয়েছে। এদের ধংস অনিবার্য।
আল্লাহ লাইক ব্যবসায়ী এসব চটি পেজ এডমিন হতে ইসলামকে হিফাজত করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




