তোমার একটি মাত্র জীবন যদি প্রেমহীন থেকে যায়,
শর্তহীন দলিলে যদি কোন বিবাদীর নাম লেখা না থাকে,
অনাবিষ্কৃত ভালোলাগা যদি তোমার ঠোঁটের আঙ্গিনায় বিরহ না জাগায়,
একটিমাত্র জীবনে তুমি যদি কলঙ্ক এর সুখই না পেলে...!
তবে তুমি আমার কবিতা পড়ো না।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




