তোমার আকাশের তারা হয়ে
ঝলমলে হাসির জমকালো দৃশ্যে
অপলক নয়নে দেখতে তোমায়
ভালোবাসি।।
তোমার স্পর্শে ভোর রাঙাতে
কোমল হাতের উষ্ণতা পেতে
সারাক্ষন তোমার মাঝেই থাকতে
ভালোবাসি।।
তোমার অপেক্ষায় চুয়িংগাম চাবাতে
দৃষ্টির সিমানায় তোমার প্রহরায়
বসে একা বোর হতে
ভালোবাসি।।
জীবন নাটকে তোমার সাথে
হেটে যেতে পাশাপাশি শেষ অবধি
টানতে নাটকের শুভ সমাপ্তি
ভালোবাসি।।
তোমার কোলে মাথা রাখতে
কল্পনার সাগরে সাতার কাটতে
ভাসতে সব সুখ চিন্তায়
ভালোবাসি।।
চোখে চোখে ভাবের আদান প্রদান
হাতে হাত রেখে সুখের উপলব্ধি
মুচে দিতে দুঃখের দু ফুটা অশ্রু
ভালোবাসি।।
সকল মহা কাজের ভীড়ে
চুপিচুপি ফাকা সময়ের মাঝে
সারাক্ষণ ভালোবাসি বলতে
ভালোবাসি।।
পথের ভিখারী আমি মনের রাজা
দেব হৃদয় নিংড়ানো ভালোবাসা
শুধু একবার বল
ভালোবাসি।।
লাজুক দুটি চোখের আড়ালে
হাসি মাখা মিষ্টি মুখে
একবার ভালোবাসি শুনতে
ভালোবাসি।।
- আদনান তায়্যিব
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




