২১২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা বাংলাদেশে অভিবাসনের জন্য নৌপথে অবৈধভাবে অনুপ্রবেশের ব্যাপক তৎপরতা চালাবে, তবে প্রযুক্তি জ্ঞানে বিশ্বসেরা বাংলাদেশ নৌবাহিনীর তৎপরতায় তা বরাবরই ব্যর্থ হবে।
পরিবর্তনশীলতাই যুগের ধর্ম। আমাদের এই ক্ষুদ্র জীবনে কত-শত পরিবর্তনই না ঘটে! এই বিশ্ব-ভ্রম্মান্ডে প্রতি মুহূর্তে কত অযুত-নিযুত-কোটি পরিবর্তন ঘটে চলেছে তার কয়টির খবরই বা আমরা রাখি!
একজন সুহৃদ একশো বছর আগের আমেরিকার জীবন-যাত্রা নিয়ে অনেক বর্ণনা দিয়েছিলেন। তিনি আগামী একশো বছর পরে আমাদের দেশে কি ধরণের পরিবর্তন হতে পারে তা কল্পনা করতে বলেছিলেন। জবাবে আমি এই পোস্ট এর প্রথম বাক্যটি বলেছিলাম।
আজ থেকে একশত বছর পরে ২১২৩ সালে আমাদের এই ছোট দেশে ঠিক কি ধরণের পরিবর্তন সাধিত হতে পারে তা এই মুহূর্তে অনুমান করা আক্ষরিক অর্থেই কঠিন। সম্মানিত সহব্লগার আপনি যদি এ বিষয়ে কোনো কিছু অনুমান করতে পারেন তাহলে তা কমেন্ট এ লিখতে পারেন।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২২