এই 'টাকায়' থাকে
সবার মনে নিত্য সুখ,
এই 'টাকা' দেখায়
আঁধার মাঝে আলোর মুখ ।
এই 'টাকা' কিনা
'অর্থ'- অনর্থের মুল,
এই টাকা বিনা
হয়না রক্ষা স্বার্থ - কুল ।
এই 'টাকা' যখন
'রুজি' কোথাও নামে 'কামাই',
এই 'টাকা' এখন 'রোজগারীতে'
'টাকা' 'মামা'ই ' ।
এই টাকার পিছে
নিত্য ঘুরে জীবন কাবার,
এই 'টাকায়'ই আসে
অনায়াসে পিছে আবার ।
এই 'টাকার' কারণ -
রেষারেষি নিত্য খুন,
এই 'টাকায়' মেলে স্বার্থ
হাজার কয়েক গুণ ।
এই 'টাকায়' সবাই
বধির কিংবা বোবা- কানা,
এই 'টাকায়'ই জ্বালায় -
'বংশবাতি- দাদা- নানা' ।
এই 'টাকায়' আনে
'টাকার' খনি- 'টাকায়' 'টাকা',
এই 'টাকা' বিহীন
মিথ্যে ভুবন শুধুই ফাঁকা ।
এই 'টাকায়' মানুষ
'বাটপার' আর 'মিথ্যেবাদী',
এই 'টাকা' 'তুচ্ছ' ভাবে- 'পুচ্ছ'
শেখ সাদী ।
এই 'টাকার' কষ্ট- বড় কষ্ট
যতোই ভাবি,
এই 'টাকা' নষ্ট-
করে- অনিষ্ট 'বেহিসেবি' ।
==========


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



