
দেশে প্রথম কোন সংসদ সদস্য তার বরাদ্ধের ব্যাপারে Facebook এ পোষ্ট দিয়ে জানিয়ে থাকেন তিনি কি পেলেন এবং কোথায় সে টাকা খরচ করা হবে বা হচ্ছে মানুষ এসব বিষয় গুলো খুব ইতিবাচক ভাবে নিয়েছেন কিন্তু গতকাল তা নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু জাতীয় সংসদে স্পিকারের উদ্দেশে বলেন, ব্যারিস্টার সুমনের বরাদ্ধ পাওয়া ২৮ কোটি টাকা ইঙ্গিত করে বলেন 'এই ২৮ কোটি টাকা কি আমি পেয়েছি, আপনি (স্পিকার) পেয়েছেন? প্রধানমন্ত্রী পেয়েছেন? ইতোমধ্যে ফেসবুক দেখে আমাকে অনেকেই বলছেন যে, ২৮ কোটি টাকা পেয়েছেন, এই টাকা কই? তিনি বলেছেন ২৫ কোটি টাকা পেয়েছেন, কিন্তু আমরা তো পাইনি।'
তিনি আরো বলেন 'আমাদের একজন সংসদ সদস্য। নামটা বলতে চাই না। তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী।'
চুন্নু সাহেবদের কাছে আমার প্রশ্ন আপনি যদি না পেয়ে থাকেন তাহলে তা প্রকাশ করুন আর যদি পেয়ে থাকেন তাহলে কত পেয়েছেন তা আপনার নির্বাচনী এলাকার জনগণকে জানান। এতে তো সমস্যার কিছু দেখছি না। আপনি নিজে প্রকাশ করবেন না আবার অন্যজন প্রকাশ করলে সমস্যা! আবার তিনি বলেছেন ৩৪৯ জন এমপি ভুক্তভুগি এটা কি ভাবে হলো তাও বোধগম্য নয়! আপনারা জনগণকে কি ভাবেন, তাদের কি শুধু অন্ধকারে রাখতে চান কেন? আর নিজেরা কি ভাবে, কি করে সংসদে এসেছেন তা একটু চিন্তা করে দেখুন। আশাকরি আপনিও আপনার বরাদ্ধ কত প্রকাশ করে দায়মুক্ত হবেন।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



