
হারিয়ে যাওয়া কিংবা তোমার ফিরে আসা
শাহাবুদ্দিন শুভ
দেড় যুগ আগে কোন এক শীতের বিকেলে
তোমার মায়াবী কণ্ঠের আহ্বান।
তুমি জানালে, মানবতার জন্য
নিজেকে বিলিয়ে দিতে চাও।
আমি যেন মন্ত্রমুগ্ধের মতো—
তোমার কথা শুনে যাই।
কোন এক অজানা মোহে
তোমার সাথে কথা বলতে ভালো লাগত।
মুঠোফোনেই তোমার সাথে কথোপকথন,
ছিল তোমার দেখা করার আকুলতা,
কিন্তু
আমি কেন সেই পথে হাঁটিনি—
তার কোনো উত্তর নেই আমার কাছে।
হঠাৎ তোমার মুঠোফোন আর বাজে না,
আমার আহ্বানেও নেই কোনো প্রতিউত্তর।
দেড় যুগ পরে আবার যখন
একইভাবে কথা হলো,
তোমার স্বপ্নগুলো সত্যি করেছো।
মানুষ ও মানবতার জন্য
তোমার কাজগুলো
অব্যাহত থাকুক অনন্তকাল।
হয়তো স্বশরীরে তোমার সাথে
কখনো দেখা হবে না,
হয়তো আবার কোনো খামখেয়ালিতে
তুমি হারিয়ে যাবে—
হয়তো না?
তবে অনন্তকাল,
কেউ একজন তোমার ভালো কাজের জন্য
শুভকামনা করবেই।
প্যারিস, ১৫.০২.২০২
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



