
একাকীত্ব
- শাহাবুদ্দিন শুভ
প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে একা,
জীবনের কোনো এক সন্ধিক্ষণে
এই একাকীত্ব এসে চেপে বসে বুকে,
যেন সবকিছু গ্রাস করে নিতে চায়।
অনেক সময় মনে হয় —
সব ছেড়েছুড়ে চলে যাই,
কোথাও, দূরে...
যেখানে নেই কোলাহল,
নেই কোনো চেনা মুখের পদচিহ্ন।
কেউ কেউ তখন হারিয়ে যান,
কেউ বা হারিয়ে যেতে গিয়ে ফিরে আসেন।
কিছু মানুষের ভাগ্য ভালো হলে,
একাকীত্বের ভার ভাগ করে নিতে
কেউ একজন এসে পাশে দাঁড়ায়।
তুমি কি সেই —
যে আমার নিঃসঙ্গতা অনুভব করতে পারবে?
আমার একাকীত্বকে সত্যি ভাগ করে নেবে?
নাকি কেবল সান্ত্বনার জন্য
অল্পক্ষণ পাশে দাঁড়াবে?
প্যারিস, ২৪/০৩/২০২৫
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২৫ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




