সংস্কারের নাম করে দেশ অচল করে দিলে তো হবে না। খুলনা মেডিকেলে ৪১ ডাক্তার কে অবাঞ্চিত ঘোষনা করেছে ছাত্ররা। যার ফলে তারা কাজে আসতে পারেনি আর হাজার হাজার গরীব খেটে খাওয়া রোগী ফিরে যাচ্ছে বিনা চিকিৎসায়। এসব হঠকারী কার্যকলাপ চলতে থাকলে জনগন যখন নেমে আসবে, চিবিয়ে থুথুর সাথে ফেলে দেবে আপনাদের, হত্যাকান্ডের বিচার করেন, চুরি চামারির বিচার করেন, বিচার বিভাগ স্বাধীন করেন, সমর্থন পাবেন।
কিন্তু আপনাদের হঠকারী এসব কর্মকান্ড জনগন আর সইবেনা।
অলরেডী বাজারে বের হন, রাস্তা ঘাটে হাটেন,
মানুষে কি বলে শোনেন,
আবেগ দিয়ে দেশ চলেনা।
সবাইকে রিপ্লেস করা গেলেও ডাক্তার কে রিপ্লেস করা যায় না।
দয়া করে চিকিৎসা খাতে হাত দেবেন না।
আমাদের মতন গরীব দের সর্বশেষ ভরসা ওই নোংড়া সরকারী মেডিকেল, এখানে হাত দিয়েন না


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



