

লোন নেয়া ছাড়া দুনিয়ার কোন ইকোনমী ফাংশন করেনা। হাসিনা লোন নিয়েছে যেমন সমর্থন করি বর্তমান সরকার বিরাট আকার লোন নিচ্ছে তাও সমর্থন করি। এখন দেখার বিষয় লোন নিয়ে দেশ গুলো কি করেছে? উন্নয়ন করলে তা জিডিপিতে অবদান রাখে, কর্মসংস্থান হয় লোন ঠিক ই শোধ হয়। বাংলাদেশ এখনো কোন লোন ডিফল্ট হয়নাই। উপদেষ্টা সাহেব নিজে বলেছেন আমাদের অবস্থা এতো খারাপ না। তারপরেও অনেকে সহ ব্লগার এই ইস্যুতে কষ্ট পাচ্ছেন। শেখ হাসিনা যাওয়ার সময় ২৬ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে গিয়েছেন।
তবে এখন শেয়ার বাজার এবং প্রকল্পের ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আমাদের সবার দলমত নির্বিশেষে চোখ রাখতে হবে সমালোচনা করতে হবে। অনভিজ্ঞ এই সরকারের সাথে ছলনা করে যেন কেউ সাগর চুরি করতে না পারে সে দিকে নজর রাখতে হবে।
উপদেষ্টা সাহেবের কথার পরেও যদি আপনারা আমার সাথে একমত না হতে পারেন দয়া করে উপদেষ্টা সাহেবকে পদত্যাগ করতে বলাই যেতে পারে। কারণ এই স্টেটমেন্ট টা ফ্যাসিবাদের ফেভারে চলে গেলনা প্রিয় ব্লগার?
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



