আজকে সামু থেকে আসা একটা মেইল পরে মনে পরে গেল সেই ২০০০/২০০১ সালের কথা। তখন গ্রামীণ ফোনের জয়জয়কার। সিমেন্স সি-২৫ কিনে সেই কিভাব আর সেই কি শান্তি । সি-২৫ এর পর তুলনামুলক পাতলা সেট সি-৩৫ কিনার যেই আনন্দ ছিল , এখন আইফোন কিনেও সেই মজা কই। সবার হাতেই একই সেট। যাই হোক,কাহিনীতে আসি।
সবচেয়ে মজার ব্যাপার ছিল মিনিট ৭ টাকায় কথা বলা। এখন যেটা কল্পনাও করা যায় না। ৭ টাকা খরচ করে হলেও যেকোনো মুহূর্তে ৭ টাকায় যোগাযোগ করতে পারা। এর চেয়ে আর কি বেশি চাই। যত প্রয়োজনীয় কথাই হোক কল করার আগে সেটা কে কম্প্রেস করে সাজায় ১ মিনিটের মধ্যেই সারতে হবে। আর প্রয়োজনীয় কথা যদি ১০ সেকেন্ড এরও হত, কথা ধার করে বাড়ায় নিয়ে বলতাম। কারন সময় সেই ১ মিনিট। ফোন করে কেমন আছেন শুধু বলতাম কোন রকমে। কিন্তু উত্তর দেয়ার সুযোগ দিতাম না। কারন সময় মাত্র ১ মিনিট।
তখন কি এই সময়ের মধ্যেই কথা বলতাম না ? বলতাম। কাজ ও সারতাম।
এরপর আসল অভূতপূর্ব এক অফার। ৩০ সেকেন্ড পালস। ওরেব্বাপ। সেই মজা এখন ১০ টা এফ এন এফ আর ১০ সেকেন্ড পালসে কই ? যাই হোক কাজের কাজ যেইটা হল কথা কম্প্রেস করার জীপ ফাইল আর শক্তিশালী হল । ১ মিনিটের কথা এখন ৩০ সেকেন্ড এ সারি। অথবা দুই টা কাজ জমায় রেখে এক কলে দুই কলের কাজ সারা শুরু করলাম।
তখন কি এই সময়ের মধ্যেই কথা বলতাম না ? বলতাম। কাজ ও সারতাম।
এর পর সময়ের বিবর্তনের সাথে সাথে শুরু হল কথার চাহিদা ও ধরনের বিবর্তন আবারো বুঝলাম বিবর্তন আসলে শুধু প্রয়োজনেই নিজে নিজে হয়না। এর পেছনে কার হাত ও ইচ্ছা থাকে। এইবার এই কাজ টি করল মোবাইল কম্পানি গুলা।
এর পর আসল বাংলাদেশের ইতিহাসের যুগান্তরকারি পরিবর্তন গুলার একটি।
২০০৪/২০০৫ এর দিকে যখন কলরেট কমতে কমতে ৩/৪ টাকায় আসল । কমলা কম্পানিও তখন মাঠে নতুন। তখন সৃষ্টি হল নতুন ইতিহাসের।
জন্ম হল ডিজুস এর। নিউটনের এর সুত্র কে ভুল করে দিয়ে বলল খালি একবার ২ টাকা দিয়া শুরু কর। রাইত শেষ হয়ে যাবে কিন্তু টাকা শেষ হবে না। হয়ে গেল কিশোর কিশোরী , তরুন তরুণী দের কথার চাহিদা ও ধরনের ঐতিহাসিক বিবর্তন। এই এক অফারে দেশের চেহারাই বদলায় গেল । ঘরে ঘরে মোবাইল আসল। ঘরে ঘরে প্রেম আসল। প্রেম ভালবাসায় দেশ টা ভরে গেল।
কেউ দিন দুনিয়া সব দিয়া প্রেম করে, কেউ জান পরান দিয়া প্রেম খোজার চেষ্টা করে। আর যারা প্রেম এ বিশ্বাসী না( !!) তারা প্রেমিক ও প্রেমেচ্ছুক বন্ধু দের প্রেম বিষয়ক উপদেশ(???) দিতে লাগল।
মাস খানেক এর মধ্যেই এরপর পোলাপানের উদাসী মনে ঘি ঢেলে দিল একটেল। আনল এক্সিড প্যাকেজ। কিন্তু সহসাই তারা টের পেল দেশ অলরেডি ভালবাসায় ভাসতেছে। তাই তারা খুবই বিচক্ষণের সাথে প্রেম পরবর্তী হানিমুন টাইপ প্যাকেজ আনল একটেল জয়। ব্যাস আর কি , জয় দিয়ে প্রেম , ডিজুস নিয়ে পরামর্শ। চারিদিকে খালি কথা আর কথা। আহ কি সেই সৌহার্দ্য তা। আহ কতই না ভাল ছিল দেশ টা।
কিন্তু আমার সমস্যা হইল অন্য যায়গায়। সেই প্রেম এর অর্ধেক ও আর নাই। নাই সেই লাভ গুরু রাও। কিন্তু রয়ে গেল সেই কথা চাহিদা আর রয়ে গেল শুধু কথা। কাজ শেষ হয়ে যাই কিন্তু কথা আর শেষ হয় না। আগে যেখানে ১ মিনিটে কাজ শেষ হয়ে যেত এখন ১০ মিনিটে সম্ভাষণ শুরু হয় না
আগে কি ভাবে চালাইতাম এখন পারি না কেন ? কিছু করার নাই বিবর্তন হয়ে গেছে। এখন কথা বলতেই হবে।
যাকগা, মলাট/ প্রচ্ছদ কাহিনী ( পোস্ট হেডলাইন) নিয়া কিছু না বললে গ্রামাটিকালি পোস্ট টা পয়েন্ট হারাবে।
সামুর সাথে পরিচয় প্রায় ৩ বছর আগে। তবে ব্যস্ততা এবং বিশেষ করে আমি খুবই পরিশ্রমী ( ???) হবার কারনে একাউন্ট খুলতে লেগে যায় প্রায় আক বছর। তারপর একাউন্ট খুলি ২ বছর ৩ মাস হল। আমার প্রথম দুই একটি পোস্ট দেখতে খুব একটা সুন্দর না থাকায় আমার আর জেনারেল হয়ে ওঠা হয় নাই। আর পরিশ্রমী হবার কারনে আর নতুন পোস্ট ও দেয়া হয় নাই। ফলাফল রেকর্ড সৃষ্টি কারী ২ বছর ২ মাস ধরে ওয়াচে থেকে নিয়মিত ব্লগ পরা।
তখন কি আমার সময় কাটত না ? কাটত, কাজ ও সারতাম।
সমস্যা হইল যখন হটাত রোজার ঈদের কয় দিন আগে ডিজুস অফারের মত আমাকে জেনারেল করে দেয়া হইল। একটা পোস্ট ও দিলাম তারপর সেফ। এর পর শুরু হইল খালি কমেন্ট আর কমেন্ট। আগে যেইসব পোস্ট পরতাম না তাও পরা শুরু করলাম কমেন্ট করতে হবে এইজন্য । ২০০৪/২০০৫ এর পুরান অভ্যাস বলে কথা । শুরু হল সামুর সাথে প্রেম।
কিন্তু সামুর নোটিশ বোর্ড এর পোস্ট এ মতবিরোধ নিয়ে কমেন্ট করা নিয়ে মনোমালিন্যের শুরু। তার পর ওই টপিক নিয়ে পোস্ট দেয়ার সামু এইটাকে পরকীয়া মামলা হিসেবে নিয়ে নেয়। মোবাইল করে দিল বন্ধ। আমিও আর কমেন্ট করতে পারিনা।
সেই প্রেম আর নাই , আমিও আর সেফ নাই । সমস্যা হল কমেন্ট করার অভ্যাস টা আর সরাতে পারিনাই। আগে ৩ বছর কমেন্ট না করে থাকলে আজকে দুপুর থেকে ১০ বার চেক করলাম কমেন্ট করার সুবিধা আবার দেয়া হইছে নাকি।
মোবাইল কোম্পানির মত এইভাবে গাছে তুলে দিয়ে মই নিয়ে নেয়া টা কি ঠিক হইছে ?
সামু কে আর মাত্র ২ বছরের আল্টিমেটাম দিলাম । বিয়া করার পর কান্না কাটি করলেও আমি এই সময় আর সামু তে আসবোনা পোস্ট আর কমেন্ট করতে। আমার কি , সামুর ব্লগার রা বঞ্চিত হবে ভাল কিছু থেকে
এখন ব্লগার রা আপনারা জানেন কি করবেন। আমার সাথে গলা মিলাবেন নাকি ২ বছর পর ১২ টা বাজলেই মন খারাপ করে বসে থাকবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




