সামু তে বিভিন্ন অপশনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সুবিধা/ অপশন হল পোস্ট প্রিয়তে নেয়ার ব্যাপার টা। প্রয়োজনীয়/ভালো পোস্ট গুলা সংরক্ষণ করার পাশাপাশি প্রিয়তে নেয়ার অপশন টা আমার মত অলস দের আরেকটা কাজে লাগে। তা হল ' আপাতত প্রিয়তে , পরে পড়ে নিব।'
তো ব্যাপার হল ,
সামুর আগের লে-আউট এ আমার (যার যার নিজস্ব) ব্লগের বাম পাশে সকল প্রিয় পোস্ট গুলা এক সাথেই লিস্ট আকারে ছিল। পুরা লিস্ট টা একসাথে থাকার কারণে হটাত একটা পোস্ট খুজে পেতে একটু কষ্ট হত , আবার পেজ লোড হতেও একটু বেশি টাইম লাগত।
কিন্তু নতুন লে-আউটে শুধু মাত্র অল্প কিছু পোস্ট দেখানো হয় আর " আরও পোস্ট দেখুন " এর মাধ্যমে "ফেভারিটস" ট্যাব এ গিয়ে পোস্ট আকারে সব দেখা যায়।
কিন্তু সমস্যা হল, আগে প্রিয় পোস্ট এর লিস্ট এর সাথে মুছে ফেলুন অপশন থাকলেও এখন "ফেভারিটস" ট্যাব থেকে আগে প্রিয়তে নেয়া পোস্ট গুলা ডিলিট করতে পারতেছিনা।
এখন কি করা যায় ?
এত পোস্ট জাঙ্ক এর কারনে কোন একটা প্রয়োজনীয় পোস্ট খুজে পেতে অনেক কষ্ট হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


