রাস্তার ধারে দেখে যাই আমি ছেলেটিকে প্রতিদিন
শত দুঃখের মাঝেও থাকে যার হাসি অমলিন।
পলিথিন দিয়ে বানিয়েছে সে তার নিজের ছোট্ট ঘর
হঠাৎ করে যায় ভেঙে যায় যদি আসে বায়ুঝড়।
এদিক ওদিক ঘুরে ঘুরে সে নেয় খাবারের খোঁজ
তার পাশাপাশি কুড়িয়ে বেড়ায় প্লাস্টিক আর কাগজ।
এরকম আছে লক্ষ টোকাই যারা বড় বেশি অসহায়
চাহিদা তাদের খুব বেশি নয় বোঝে সেটা ক'জনায়।
দু'বেলা দু'মুঠো খাবার পেলে হয় তারা বড় খুশি
পেটটুকু শুধু ভরলেই হয় হোক খাবার বাসি।
হয়তোবা এ লেখাটি পড়ে আসবেনা চোখে জল
গরীবের দুঃখে কাঁদতে পারে, এমন আছে ক'জন বল????
কিছু কথাঃ
আমি জানি, সমাজের ছিন্নমূল শিশুদের নিয়ে এর আগেও পৃথিবীর বহু স্বনামধন্য কবি-লেখক অনেক সাহিত্য রচনা করেছেন। অনেক নামী ব্যক্তি অনেক লেখাঝোকা করেছেন।তবুও কেন আমি নতুন করে লিখতে গেলাম????? মনের জোর থেকেই লিখে ফেললাম । ভালো – মন্দ যাই লাগুক কমেণ্ট করতে ভুলবে না যেন ।
আজ লিখলাম............।হয়তো এসব পথশিশুদের নিয়ে কিছু করার ইচ্ছা সবার মনেই আছে............ আপনাকে শুধু উদ্যোগ নিতে হবে......। সফলতা আসবেই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



