গোপন সূত্রে খবর পাওয়া গেছে, আমাদের জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের প্রয়োজনের তুলনায় প্রচুর চর্বি বেড়ে গিয়েছে । অতিসত্তর তার অস্ত্রপাচার হবে বলে মহলটি জানিয়েছে। আমাদের ঘনিষ্ট আন্ডার কভার গোয়েন্দার পাঠানো একটি রিপোর্টে এই তথ্য উঠে আসে।
আমাদের গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি সাকিব আল হাসানের ভাল পারম্যান্সের কারণে তিনি রীতিমত স্টার হয়ে উঠেন এবং বিশ্বের সেরা অল-রাউন্ডারের তালিকায় এক নাম্বারে জায়গা করে নেন।যার কারণে দেশের মানুষের ভাল লাগার পাত্র হয়ে উটেন এই অল-রাউন্ডার। গোয়েন্দা সূত্রটি এটাও প্রকাশ করেছে যে, এই বিষয় গুলো হঠাৎ সাকিবালের আয়ত্তাধিন হয়ে যাওয়ায় তার ভিতর অহংকার একটু একটু করে লালিত হয়ে আসছে সেই শুরু থেকেই (অর্থাৎ কেচু যখন বড় চোখ দেখে যা হয় আরকি!)। যার ফলে তার মনে এটি মারাত্মক আকার ধারণ করেছে এবং মারত্মক সংক্রামক ব্যধিতে পরিণত হয়েছে বলে সূত্রটি জানায় ।
সূত্রটি আরো জানায়, এই ব্যধি নিরাময়ের উপায়ও বিশেষজ্ঞরা খুজেঁ পেয়েছেন,
এই ব্যধি নিরাময়ে বাংলাদেশের ষোল কোটি জনগনই যথেষ্ট বলে তারা জানান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




