★★ মহাসত্য ইসলাম ★★
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
লক্ষ্য করো একটি হৃদয়ের প্রতি
যিনি মুবাহ বিষয়গুলি হইতে
ফারেগ হচ্ছেন
এবং
ধীরে ধীরে সুন্নত মুস্তাহাবকে
আঁকড়িয়ে ধরছেন ।
অতঃপর শীঘ্রই
মহান আল্লাহর ইচ্ছায় এবং তাঁর অনুমতিক্রমে
তিনি ,
পূর্ণ ইসলামে প্রবেশ করবেন ।
হে বিশ্বাসী
তোমরা অবশ্যই সেই হৃদয়ের নিকটবর্তী হও
এবং তার ছায়াতলে আসো ,
কারণ
যে ব্যাক্তি তার ছায়াতলে আসবে না
সে পূর্ণভাবে ধ্বংস হবে
ইহকালে এবং পরকালে ।
হে বিশ্বাসী
কয়েক শতাব্দী ধরে
মহাক্ষমতাবান কোনো আধ্যাত্মিক ব্যাক্তি
পৃথিবীতে আসেননি ,
আর এই ফাঁকে
বাতিল দলগুলো শক্তি অর্জন করিয়াছে
ভীষণতরভাবে ।
হে বিশ্বাসী
তোমরা জানো না
কিন্তু আমি জানি ,
মহান আল্লাহ তাঁর পরিকল্পনা বাস্তবায়নে
কতটা অপ্রতিরুদ্ধ ।
হে বিশ্ববাসী
এখনো আল্লাহ পূর্ণভাবে সক্ষম
যে ,
তিনি কাউকে বাঁচিয়ে রাখবেন
আর তোমরা সারা পৃথিবী মিলে
তাকে হত্যা করতে পারবে না ।
হে বিশ্বাসী
আল্লাহ যদি চান
অবশ্যই তোমরা ইচ্ছায় অথবা অনিচ্ছায়
তার আনুগত্য করবে
এবং তিনি ইসলামের ছায়াতলে
তোমাদেরকে সকলকে নিয়ে আসবেন ।
আর এই ইসলাম হবে মধ্যপন্থী ইসলাম ।
হে বিশ্ববাসী
তুমি দশকোটি বছর ইবাদত করলেও
খাঁটি ইমানদার হইতে পারবে না ,
যতক্ষণ না , কোনো খাঁটি অলীর খোঁজ
পাও ।
এখনতো
ধর্ম ব্যবসায়ীর যুগ
এবং একেবারে দুর্বল মানুষের উপর
গুরুভার ধর্ম চাপিয়ে দেওয়ার যুগ ।
হে বিশ্ববাসী
আমি অবশ্যই শুনতে পাই
একেবারে দুর্বল মানুষগুলির আর্তচিৎকার
যারা চিৎকার করে বলে
হে আল্লাহ আমাদের ধর্মকে
সহজ করে দাও
তোমার মনোনীত একজন বন্ধুর দ্বারা
যাতে করে আমরা অতিসহজেই
জান্নাতে পৌঁছতে পারি ।
হে বিশ্বাসী
আমার ছায়াতলে আসো
এবং আমার সোহবত গ্রহন করো
এবং আমার সাথে নামাজ পড়ো
যুদ্ধও তোমার নিকট পানির মতো সহজ
হয়ে যাবে ।
আমি অবশ্যই
আমার অনুসারীদের
ধীরগতিতে পূর্ণ ইসলামে প্রবেশ করাবো
এবং দীর্ঘ সময় ধরে শুধুমাত্র
ফরজ ও ওয়াজিব আমল করাবো ইনশাআল্লাহ ।
অতএব আমাকে আঁকড়ে ধরো ।
( ডাঃ আকন্দ ) ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



