কয়েকদিন আগে সৌদি আরবে একটি বিশাল কনসার্ট হয়েছে , সেখানে পৃথিবী বিখ্যাত তারকারা গান পরিবেশন করেছেন । নারী শিল্পীরা স্বল্প কাপড়ে গান পরিবেশন করেছেন । মূল সমস্যা হলো , সেখানে কাবার প্রতিকৃতি উপস্থিত করে গান পরিবেশন করা হয়েছে । যেটা মহা অন্যায় এবং মহাপাপ । কাবা অত্যন্ত পবিত্র ঘর এবং আল্লাহর ঘর। সেই কাবা নিয়ে ছেলেখেলা অমার্জনীয় অপরাধ। এটার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই তওবা করতে হবে এবং সকল মুসলমানের নিকট ক্ষমা চাইতে হবে , তবেই কেবল সে পরকালে মুক্তি পাইতে পারে ।
কিছুদিন পূর্বে হযরত শাহপরান রঃ এর মাজারে গানবাজনা নিয়ে তুমুল ঝগড়াঝাটি হলো । অথচ হক সুফিদের মাজার অত্যন্ত পবিত্র জায়গা । হক সুফিদের মাজারে মহিলা পুরুষ একসাথে কোনোভাবেই নাচগান করতে পারবে না । আপনি আপনার স্ত্রীর সাথে গোপনে মিলিত হন , প্রকাশ্যে না। অতএব গান পরিবেশন এবং দেখবেন সাধারণ জায়গায় । কখনোই পবিত্র জায়গায় গান পরিবেশন এবং দেখবেন না । সমস্ত হক সুফিদের মাজার থেকে ভন্ডদের তাড়ানো ফরজ এবং ভন্ড সুফিদের মাজারও বন্ধ করে দেওয়া উচিত । তবে তর্কের খাতিরে মাজার না ভাঙ্গাই উচিত । কিন্তু মাজারে কোনোভাবেই গান বাজনা করা যাবে না এবং শরিয়ত বিরোধী কাজ করা যাবে না ।
তবে ইসলামিক স্কলাররাও টিভি নেটে গান নাটক সিনেমা দেখতে পারবেন , কিন্তু তা দেখতে হবে হেড ফোন লাগিয়ে একা একা । যদিও শ্লীল অনুষ্ঠান পরিবার বা অন্যের সাথেও দেখতে পারবেন । আর সাধারণ মুসলমানরা টিভি নেট সবার সাথেই দেখতে পারবেন । দলিল হলো এখন শরিয়তের দশ ভাগের এক ভাগ আমল করলেই পরকাল মুক্তি মিলবে ইনশাআল্লাহ ।
এবার আসি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে, বাংলাদেশে ইদানিং যা ঘটছে , তার জন্য উগ্রবাদী এবং মৌলবাদী রাজনীতি মূলত দায়ী । কারণ ভারত চীন আমেরিকা ইউরোপ কেউই উগ্রবাদী এবং মৌলবাদী রাজনীতি সহ্য করে না। এজন্যই চতুর্মুখী চাপে বাংলাদেশ । বাংলাদেশে এমন রাজনীতির উত্থান ঘটলে সব বিদেশি রাষ্ট্রই সংখ্যালঘু নাটক বানিয়ে অকল্পনীয় চাপ প্রয়োগ করবে এবং নিষেধাজ্ঞা দিবে , এমনকি যুদ্ধ পর্যন্ত হতে পারে । রাহুল গান্ধী বা মমতা সবাই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিবে ।
তাহলে এখন করনীয় কি ? উত্তর হলো - সরকার ও বিএনপিকে ঐসব রাজনীতিকে পরিপূর্ণভাবে এড়িয়ে চলতে হবে । বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলিকে মধ্যপন্থী ফিলোসোফি তৈরি করতে হবে । এজন্য সুফিবাদ ইসলামকে অনুসরণ করে ফিলোসোফি ঠিক করতে হবে । সুফিরা রাষ্ট্রে শরিয়ত প্রতিষ্ঠার রাজনীতি করেন নাই । তাই আবারও বলছি বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলিকে ফিলোসোফি ঠিক করে একসাথে রাজনীতি করতে হবে । এজন্য আমার দল মডারেট মুসলিমের ফিলোসোফি গ্রহণ করতে পারে।
( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


