
ব্রিকস ডলারের বিকল্প হিসাবে নিজস্ব মুদ্রা চালু করার পরিকল্পনা থেকে সরে এসেছে।
ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর পরিষ্কার ভাবে বলে দিয়েছেন বর্তমানে তাদের ব্রিকস মুদ্রা চালু করার কোন পরিকল্পনা নাই।

রাশিয়া ২০২২ সালে ইউক্রেন আক্রমণ করার পর থেকে চীন এবং রাশিয়া ডলারের উপর নির্ভরতা কমাতে বিশ্ব বাণিজ্যকে ডি-ডলারাইজেশন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে।
রাশিয়ার উপর আমেরিকা এবং ইউরোপের দেয়া স্যাংশনকে কাজে লাগিয়ে চীন তার দীর্ঘ দিনের স্বপন বাস্তবায়নের জন্য জোর তৎপরতা চালাতে শুরু করে।

চীন বারবার তার ব্যবসায়িক অংশীদারদেরকে ডলারের পরিবর্তে রেনমিনবি ব্যবহার করে পণ্য চুক্তি নিষ্পত্তি করতে বলেছে। একই সময়ে পুতিন গত বছর বলেছিলেন যে রাশিয়া ব্রাজিলিয়ান রিয়াল, ভারতীয় রুপি, চীনা ইউয়ান, রাশিয়ান রুবেল এবং দক্ষিণ আফ্রিকান রেন্ড সমন্বয় করে একটি নতুন রিজার্ভ তৈরি করতে "সমস্ত ন্যায্য অংশীদারদের সাথে কাজ করতে" প্রস্তুত।

ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার নেতারাও গত মাসে ডলারের আধিপত্য নিয়ে প্রশ্ন তোলেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছিলেন যে আগস্টে জোহানেসবার্গে ব্রিকস গ্রুপের পরবর্তী বৈঠকে ব্রিকস মুদ্রার বিষয়টি "এজেন্ডায়" থাকবে। কিন্তু ইন্ডিয়া এখন উল্টা দিকে হাঁটা শুরু করেছে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


