ব্লগে গত কিছুদিন ধরে বিভিন্ন জিনিসের উপর বিশ্বাস নিয়ে তোলপাড় হচ্ছে। তাই মাথায় প্রশ্ন আসলো আসলে "বিশ্বাস"টা কি? আমি নিতান্তই আমার মতো করে "বিশ্বাস"টাকে এখানে তুলে ধরার চেষ্টা করলাম। সেটা আপনাদের কাছে গ্রহণযোগ্য হতেও পারে আবার নাও হতে পারে।
বিশ্বাস হলো মানুষের একটা বদ্ধমূল ধারণা। অর্থাৎ মানুষ যখন কোন কিছুকে সত্য বলে মনে করে তখন সেটা হলো তার বিশ্বাস।
কিছু উদাহরণ দিলে বিষয়টা পরিস্কার হবে।
১। আমরা "সত্য" বলতে বুঝি, এটা এমন একটা জিনিস যেটা সঠিক। আবার "মিথ্যা" বলতে বুঝি এটা সঠিক নয়। অর্থাৎ এই দুইটা শব্দ আমাদের মনে দুইটা বদ্ধমূল ধারণা দেয়। সেই ধারণাটা হলো বিশ্বাস।
২।ধরুন একজন লোক আপনার কাছে ২০,০০০ টাকা ধার চাইলো এবং বললো যে সে ১ সপ্তাহ পর টাকা ফেরত দিবে। এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি তাকে টাকা দিব নাকি দিব না। কারণ আমি তাকে বলতে পারবো না যে আগে ১সপ্তাহ পর টাকা ফেরত দাও তারপর টাকা দিব।
এখন আমি তো এমনি এমনি টাকাটা দিতে পারি না। আমি লোকটাকে যতটুকু জানি, তাতে যদি মনে হয় যে লোকটা টাকা ফেরত দিবে তাহলে তাকে আমি টাকা ধার দিব আর নাহলে দিব না।
টাকা ধার দিতে অস্বীকার করলে লোকটি বলবে "আমাকে কি বিশ্বাস করেন না?"
সুতরাং আমি টাকা ধার দিব কি দিব না, এই সিদ্ধান্তটা আমি সরাসরি জ্ঞানের উপর ভিত্তি করে নিতে পারছি না। আমাকে পরোক্ষ জ্ঞানের সাহায্য নিতে হচ্ছে। এই পরোক্ষ জ্ঞানকেই বিশ্বাস বলে।
চলবে(?)
---------------------------
পরের পর্ব
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৭ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


