আমি গতবছর ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন শেষ করে একটি কোম্পানীতে জব করছি।
গত শুক্রবার কোনো পুর্বপ্রস্তুতি ছাড়াই JU-EMBA লিখিত পরীক্ষায় টিকলাম,নাম্বার পেয়েছি ১০০ তে ৫৮।
আগামীকাল ভাইভা। বিপদের ব্যাপার হল, ভাইভা নামক জিনিসটায় আমার সেরকম ভয়।
তাই, পরামর্শ চাই ভাইভার ব্যাপারে।
কি ধরনের প্রিপারেশন নেব?
কি জিজ্ঞেস করে থাকে সাধারনত?
ফরমে বিষয় পছন্দ করার কোনো সুযোগ ছিল না। তো এই ব্যাপারটা কি ভাইভাতে ঠিক হয় না ভর্তির পর? নাকি একসাথে কিছুদিন ক্লাস করে পরে ঠিক হয় ?
ইইই ব্যাকগ্রাউন্ডের জন্য কোন বিষয়টা ভালো হবে? ম্যানেজমেন্ট নাকি MIS ?
ম্যানেজমেন্ট আর MIS এর মধ্যে পার্থক্য কি? কোনটার কি কাজ?
সবশেষে, আমার জন্য সবাই দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




