অনেক আগে এক মফস্বল শহরে বেড়াতে গিয়েছিলাম,হোটেলে উঠেছি । ফ্রেস হওয়ার জন্যে বাথরুমে গেছি,কমডে বসার পর দেখি আমার সামনের দেয়ালে লিখা- কি ভাই
আপনি এখানে বসে আছেন আর ঐদিকে মানুষ চাঁদ জয় করে ফেলতেছে ।
মানুষ কত অদ্ভুদ হতে পারে,গত কয়েকদিন আগে একজনকে দেখলাম কাগজের বাক্স দিয়ে ডাষ্টবিন বানিয়ে তা মাথায় লাগিয়ে ঘুরছে,তাতে লেখা "recycle me".
আমার এক বন্ধু আছে সে ঘরের টিএনটি ফোনে কল করে বলবে - হ্যালো তুই এখন কই!!
আমার আরেক বন্ধু তার বাসায় দাওয়াত দেয় এরকম - শুন আগামিকাল আমার বাসায় একটা অনুষ্টান আছে । আসবি কিন্তু ।তবে আমি বাসায় নাও থাকতে পারি !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




