আজ নতুন করে জানার সাধ হয় ।
একি শুধু পাওয়া, না পাওয়ার শত ভয়?
ভালোবাসা কি কোন ফুলের বুকে
ছোট্ট নীল প্রজাপতি?
নাকি পদ্মার বুকে বেয়ে যাওয়া
ডিঙ্গি নৌকার মন্হর গতি ?
ভালোবাসা কি টর্নেডো, কিম্বা সাইক্লোন?
যা কিনা সর্বহারা করে, কিম্বা ছিন্ন করে প্রীতির বন্ধন ।
ভালোবাসা কি কোন গায়কের গান ?
নাকি সোনালী ভোরে পাখির কলতান?
ভালোবাসা কি কোন অনাবিল সুখ?
নাকি চিরদিন কাঁদানো দুখ?
ভালোবাসা কি জলন্ত ভিসুভিয়াস?
নাকি উদাসিন পথিকের মনের পিয়াস?
ভালোবাসা কি কোন বাঁধন ছাড়া পাখি?
নাকি লোনাজলে ভাসা দু'টি আঁখি?
ভালোবাসা কি কোন উত্তাল ঢেউ?
নাকি নদীর তীরে আঁচল উড়িয়ে
দাঁড়িয়ে থাকা কেউ?
(ডিসেম্বর/২০০২)
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



