আমি গোধূলী লগ্নে উড়ে যেতে দেখেছি,
এক ঝাঁক সাদা বলাকা ।
আমি ফুলের বুকে দেখেছি ছোট্ট নীল প্রজাপতি,
আর আমি দেখেছি, তোমার মায়াবী মুখটা ।
আমি শুনেছি বৃক্ষ শাখায় পাখির কলতান,
আমি শুনেছি মৌমাছির গুণগুণ গান ।
আমি শুনেছি বৃষ্টির রিমঝিম ছন্দ,
আর আমি শুনেছি, তোমার মধুর কন্ঠ ।
আমি পেয়েছি মহুয়ার মাতাল গন্ধ,
আমি পেয়েছি স্নিগ্ধ শিশির বিন্দু ।
আমি পেয়েছি দখিনা বাতাসের মৃদু গন্ধ,
আর আমি, তোমাতেই পেয়েছি নব সিন্ধু ।
মোর অনুভবে রয়েছ যে তুমি হিয়া,
হৃদয়ের মাঝে গিয়েছ যে চুমিয়া ।
সুখে-দুখে রেখ মোরে বক্ষে, থেকো মোর পাশে,
এই তো মোর Valentine প্রার্থণা, প্রিয়া ।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



