অস্তাচলে যাক এই অভিশপ্ত সূর্য্য,
নিয়ে যাক সকল গ্লানি আর কষ্টের দুর্গ ।
মানবতা আজ দলিত, কম্পিত ভূগর্ভ,
দালালী আর কপটতার রক্ত শিরায় নির্গত ।
কাল আবার প্রভাত আসুক,
সোনালী রোদে দিগন্ত হাসুক ।
নতুন বছরের নতুন আলো,
দূর করুক কলুষতা, আনুক আলো ।
ভোরের শিশিরে সিক্ত হোক শিউলী বকুল,
নদীর দু'কুল আনন্দে হউক ব্যকুল ।
মাতুক সবাই মহুয়ার ঘ্রাণে,
জাগুক নতুন আশা প্রাণে ।
বিহঙ্গ মিলে যাক ঐ দূর নিলীমায়,
জোস্না আর শুভ্র মেঘ মিলুক ফেনীল মোহনায় ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



