কমেডি হাউজে চাকুরী করি, খুব ব্যস্ত থাকি । তাই অনেকদিন ধরে ব্লগে আসি না, কোন লেখা লিখি না । ব্লগের লেখাও খুব একটা পড়ারও সময় পাই না । যাক সে কথা, ভূমিকা বাদ দিয়ে এবার মূল কথায় (আসলে খেঁজুরে কথা) আসি ।
বাল্যকাল থেকে, নানা সময়ে নানা জ্ঞাণী-গুণী, মহামণীষীদের বাণী জেনে, শুনে, মেনে বড় হয়েছি । ২০১১ সালে আমরা আরও নতুন কিছু বাণী চিরন্তনী জানতে ও শুনতে পেরেছি । কিন্তু মানতে পেরেছি কিনা বলতে পারব না । আসুন দেখা যাক, কি সেই নতুন বাণী সংকলণ ?
১. "আমার নেত্রী জীবনে কোনদিন মিথ্যা কথা বলেননি"- মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে মাননীয় রাষ্ট্রপতি জিল্লুর রহমান (রাষ্ট্রপতি বলে কথা, উনার কখা তো নিশ্বয়চই মিথ্যা হতে পারে না )।
২. "আমার বেয়াই রাজাকার হলেও যুদ্বাপরাধী নয়"- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (আমি নিজে আই.ই.বি. তে উনার বক্তব্য শুনেছি, উনি খুব মজার/ রসিক মানুষ, কি বলে কি বুঝাতে চেয়েছেন, আমার ছোট জ্ঞানে ধরবে না)।
৩. "বঙ্গবন্ধু জন্মের সাথে সাথেই না কেঁদে, জয় বাংলা বলে উঠেছিলেন"- মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু (আমি সারাটা জীবন বঙ্গবন্ধুকে শ্রদ্বা করি, কিন্তু মাগার এই কথাটি কেমন যেনো লাগতেছে )।
৪. "শেয়ারবাজারে কোন Investor নাই, সব জুয়ারী, এরা সবাই ফটকাবাজ"- মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল (লোকটা আসলেই একটা মাল, আমার ৮ লাখ টাকার শেয়ারের দাম এখন পৌনে তিন লাখ টাকা ) ।
৫. "যারা মানুষ চিনে, গরু চিনে, সিগন্যাল বাতি চিনে তাদের সবাইকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া উচিৎ"- নৌমন্ত্রী শাহজাহান। (কথা কিন্তু সত্য, কারন জনগনের জীবনের মূল্য গরুর ছাগলের চেয়ে কম, কারন গরুর মাংস ৩০০ টাকা, ছাগলের মাংস ৪০০ টাকা । অথচ মানুষের মাংস কেউ খায় না !)
৬."সড়কে ঝুঁকি নেই সেটা আমি বলবো না, তবে কোনো সড়কই চলার অনুপযোগী অবস্থায় নেই" - যোগাযোমন্ত্রী আবুল । (উনার কথা কি আর বলব, *** কি না বলে, আর *** কি না খায় ?)
৭. "বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না"- রেলমন্ত্রী সুরঞ্জিত সেন। (গুরুজনের কথা শিরোধার্য)
৮. "আপনারা কম খান তাহলে আর সমস্যা থাকবে না"- মাননীয় বাণিজ্যমন্ত্রী ফারুক খান (ভাই উনি নিজে কয় বেলা খান জানি না, আমি নিজে প্রায়ই দুই বেলা খাই, তবু মাসের ২০ তারিখে কলিগের কাছে টাকা ধার করি, শুধুমাত্র Launch করার জন্য ! )।
৯. "দেশের আইন শৃংখলা পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে ভাল"- মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী সাহারা খাতুন (কথাটা সকত্য বটে !, তা না হলে কি আর সাংবাদিক স্বামী-স্ত্রী সাগর-রুনি খুন হয়?)
১০. "আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন" - মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (আল্লাহ উনাকে দীর্ঘজীবি করুন, আমিন !)।
১১. "আমার চেয়ে বেশী দেশপ্রেমিক আর কে আছে?” - মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভাগ্যিস, সাত বীরশ্রেষ্ঠদের কেউ বেচেঁ নেই । বেচেঁ থাকলে, উনারা লজ্জা পেতন ! )
১২. "এটা বিচ্ছিন্ন ঘটনা বিশ্ববিদ্যালয়ে এগুলো হতেই পারে" ইউনিভারসিটি ক্যাম্পাসের মারামারিতে মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী সাহারা খাতুন । (দেশের সব কিছুই তো বিচ্ছিন্ন, বিদ্যুত বিচ্ছিন্ন, গ্যাস বিচ্ছিন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন, ঘটনা বিচ্ছিন্ন না থেকে কিভাবে দেশ চলবে বলুন ? )
১৩. "বাসা বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করা উচিত"- অর্থমন্ত্রী আবুল মাল মুহিত। (উনি সম্ভবতঃ প্রায়ই চাইনিজে খায়, তাই সবাইকে বাসা বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করে, চাইনিজে যাইতে বলছে ) ।
১৪. "তোমাকে (গায়িকা মিলা) দেখে মনে হয়েছে, আমি জীবন্ত মাইকেল জ্যাকসনকে চোখের সামনে দেখছি। যিনি ছিলেন আমাদের সময়কার আইডল।" -গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান। (রুপভানে নাচে কোমর দোলাইয়া, মিলার গানটা কোন সুস্থ পুরুষ দেখলে, বাথরুমে যাইতে হবে, আমি কনফার্ম :পি , আর মান্নান খানের প্যান্ট নষ্ট হয়েছিল কিনা, কে জানে ?)
১৫. ''তেলের দাম ৫ টাকা বাড়ানো সরকারের তরফ থেকে জনগনের জন্য নববর্ষের উপহার ও শুভেচ্ছা'' - বিরোধীদলীয় নেতা মির্জা ফখরুল (উনার কথা নিয়ে এখন কিছু না বলে, অপেক্ষা করি, আগামী সরকারের সময় উনারা কি কি মহান বাণী নিয়ে হাজির হন)
সব শেষেঃ
১৬. "Road Accident এ কেউ মারা গেলে তার জন্য আন্দোলনের কিছু নাই, Accident is Accident" --- মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফ
এবং উনার আরও একটি অমর বাণী "BORDER KILLING এ সরকারের কোন মাথা ব্যাথা নেই"
(আল্লাহ আমি এত সমালোচনা করে ফেল্লাম, হাইকোর্টে আবার তলব করবে না তো ?..... ডাকলে, ডাকুক, কবিগুরু বলেছেন, নিঃশেষে প্রাণ, যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই ..... )
পরিশেষে বলতে চাই, যখন কলেজে পড়তাম, তখন বন্ধুরা যে কোন বিষয়েই WW (World Wrestling) এর একটি অমর বানী বলত "NO Matter Who You R, Please Don't Try This at Home" । আমিও বলতে চাই, "NO Matter Who You R, Please Don't Take my blog as Officially, This is Un-official" আমার ভুল খাকা স্বাভাবিক, উল্লেখিত বাণীসমূহের কোন ভুল থাকিলে, তাহার জন্য আমি দায়ী নই, কারন সব বানীগুলো Facebook থেকে নেওয়া ।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



