![]()
স্বপ্নেরা মাঝে মাঝে দেয় হানা,
নিঃশব্দের মাঝে সুদর্শন মেলে ডানা ।
কখনও বা ক্লান্তিহীন চাঁদের পানে চেয়ে থাকা,
কিম্বা আকাশের মিটিমিটি তারা গোনা...।
আমি জেগে আছি ,
নিশাচর নই, তবু জেগে আছি ।
রাতের আঁধারে বাস্তবতার রঙ কেমন
তা উপলব্ধি করার জন্যই জেগে আছি ।
মৃদু আলোয় ঝিঁঝিঁ পোকা অবিরাম ডেকে যায়,
বিষন্ন স্মৃতি কেঁদে উঠে নিঝুম নিরালায় ।
আজন্ম হাহাকার বুকে নিয়ে হেঁটেছি আমি,
মাইলের পর মাইল, কেটেছে কত কাল মৌনতায় ।
বিদায় শব্দটা ভাল নয় ,
তবু ওরা কেন বিদায় বলে জানি না ।
স্মৃতি আমায় অঝরে কাঁদায়,
যে চলে যায়, সে যে কখনও ফিরে না ।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



