আনন্দের বন্যায় দেশ ডুবে যায়,
হরতাল - অবরোধে দেশ পুড়ে যায় ।
দেশপ্রেমী দেশদ্রোহীদের শত শত স্ট্যাটাস, কমেন্ট,
ফেসবুকের বুক ভরে যায় ।
আমি ক্ষুদ্র মানুষ,
আমার ছোট্ট ছোট্ট ভাবনা ।
সুবোধ বালক আমি, আছেও কম হুশ,
তাই এত বড় বড় বিষয় নিয়ে কিছু লিখিনা ।
আমি মন বাগানের মালি,
মনের মাঝেই হাজারো কথা সাজাই ।
নিজের কথা গোপন করেই চলি,
মনের মাঝেই জাতীয় সঙ্গীত বাজাই ।
কবিতার খাতা আজ পাবে নাকো কোন ছাড়,
আজ যে আমার প্রিয় মানুষের জন্মদিন ।
ভুলতে পারি না যা কোনদিন,
শুভ জন্মদিন, শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



