চারদিকে উৎসব, নানান রঙের ছড়াছড়ি,
মানুষের মুখের বিচিত্র হাসির অর্থও বিভিন্ন ।
আনন্দের সময়গুলোর রঙের কোন অভাব হয় না,
প্রেয়সীর ঝিলিক হাসি যেন সেতারের মধুর দ্যোতনা ।
বিজয়ের উল্লাসে মুচকি হেসে নারী স্পর্শ করে,
শার্টের বোতাম খোলা যুবকের বুক ।
মাদকতার ঘোরে যুবক ঠোঁট ভুলায়,
সৃষ্টির আদিমতায় নারীর গ্রীবা, অধর আর চিবুক।
জীবনের এই ধূসর ক্যানভাসে,
কত যে রঙ্গীন স্বপ্ন হয়েছে বিলীন ।
কত যে ভাবনা নিকোটিনের গন্ধে মিশেছে,
স্মৃতিরা শুধু রয়ে গেছে আজও অমলিন ।
কখনো কখনো সময় বড়ই বিষণ্ণ,
দুঃখের প্রহরগুলো বড়ই বিবর্ণ ।
চোখের জলের কোন রঙ নেই,
কান্নার কোন ভিন্ন ভাষা নেই ।
জীবন সায়াহ্নে মরীচিকা নিয়ে স্বপ্ন গড়েছি যত,
ছিঁড়েছে বন্ধন; আঘাত পেয়েছি তত ।
মনের আকাশে জমেছে হাজারো ঝড়ো মেঘ,
নিজেকে নিজের মাঝেই লুকাই, যেন এক হিপোক্রেট।
ছবি তুলেছেনঃ মীর তুষার।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



