১। ১০০০ ও ৫০০ টাকার সকল নোট প্রত্যাহার করে নতুন নোটের প্রচলন ও নগদ অর্থ সঞ্চয় সীমিতকরণঃ
এর ফলে যাদের কাছে অবৈধ নগদ অর্থ আছে তাঁরা ব্যাংকে টাকা জমা দিতে বাধ্য হবে ফলে অপ্রদর্শিত অর্থ অনেকাংশে কমে আসবে। সরকার ট্যাক্স পা্বে, কালো টাকার কুমির ধরা পড়বে।
২। ব্যাংক হতে নগদ উত্তোলন ও নগদ লেন-দেন সীমিতকরণঃ প্রতি সপ্তাহে সর্বোচ্চ ১ লক্ষ টাকা হতে পারে। এর ফলে বড় অঙ্কের নগদ ঘুষের পরিমান কমে আসবে। বেশিরভাগ অর্থ ব্যাংকিং চ্যানেলে চলে আসবে।
আমি কোন অর্থনীতিবিদ না। উপরের শর্টকাট অ্যালগরিদমে কোন বাগ থাকলে তা জানান দিন।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



