
আমরা কম-বেশি সবাই জানি কী কারণে আমাদের আদি পিতা, আদম (আঃ) জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল। নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করে তিনি আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন, শাস্তিস্বরূপ তাঁকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। কিন্তু ঠিক কীভাবে বা কী কৌশলে ইবলিশ তাঁকে প্ররোচিত করেছিল তা কি আমরা জানি?
ইবলিশের আদি নাম/উপাধি ছিল আযাযিল আর সে ফেরেস্তাদের সর্দার ছিল। উচ্চ মর্যাদা প্রাপ্তির কারণে পরবর্তীতে তার মধ্যে অহংবোধ জাগ্রত হয়। আদম (আঃ)কে সৃস্টির পর ফেরেস্তাদের যখন আদমকে সেজদা করতে আদেশ করা হয় তখন আযাযিল সে আজ্ঞা পালনে অস্বীকৃতি জানায়। নিজেকে আদমের চেয়ে শেষ্ঠ ঘোষণা করে আল্লাহর সাথে তর্ক করে ফলে শাস্তি হিসেবে তার সমস্ত মর্যাদা কেড়ে নিয়ে তাকে সেখান থেকে বিতাড়িত (রাজিম) করা হয়। আর এতে ইবলিশ ক্ষিপ্ত হয়ে, আদমের শত্রুতে পরিণত হয়।
আর আল্লাহ আদমকে ইবলিশ সম্পর্কে সাবধান করে দিয়ে জান্নাতে অবাধ বিচরণের স্বাধীনতা দিয়ে শুধু একটি বৃক্ষের ফল খেতে নিষেধাজ্ঞা দেন।
‘হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর এবং জান্নাতের যেথা ইচ্ছা স্বাচ্ছন্দে আহার কর। কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হয়ো না; তাহলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে।’ (সূরা বাকারা:৩৫)
‘অতঃপর আমি বললাম, ‘হে আদম! নিশ্চয়ই এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু। সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত থেকে বের করে না দেয়। তাহলে তোমরা দু:খ-কষ্ট পাবে। নিশ্চয় তোমার জন্য থাকল (এ নিয়ম) যে তুমি জান্নাতে ক্ষুধার্ত ও বিবস্ত্র হবে না এবং পিপাসার্ত ও রোদে ক্লিষ্টও হবে না।’ (সূরা ত্বহা:১১-১১৯)
কিন্তু আদম কোনভাবে জানতে পেরেছিল যে তাকে পৃথিবীর জন্য সৃস্টি করা হয়েছে এবং অচিরেই তাঁকে পৃথিবী নামক বিপদসংকুল এক জায়গায় পাঠানো হবে। তাই সে তাঁর প্রতিপালকের কথায় আশ্বস্ত হতে পারলনা। আর শয়তান এ সুযোগটিই নিল।
অতঃপর শয়তান তাকে কুমন্ত্রনা দিল, বললঃ হে আদম, আমি কি তোমাকে বলে দিব অনন্তকাল জীবিত থাকার বৃক্ষের কথা এবং অবিনশ্বর রাজত্বের কথা? [সূরা ত্বা-হা: 120]
শয়তান তার পুরনো কৌশল এখন আরো শানিত করেছে। আমরা কিছু প্রশ্নের উত্তর না পেয়ে স্রষ্টাকে অবিশ্বাস করা শুরু করেছি-
যেমন- আদম না হয় গন্ধম খেয়ে পৃথিবীতে বিতাড়িত হয়েছে কিন্তু আমাদের কী ভুল ছিল? আমাদেরকে তিনি দুনিয়াতে কেন পাঠালেন?
কী মনে হয় আপনাদের? কেন আমরা আদমের ভুলের শাস্তি আস্বাদন করছি?
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


