যত দিন যাচ্ছে ততই গ্রামে ফিরে যাওয়ার তৃষ্ণা বাড়ছে
ঐ পাড়ার বাঁশ বাগানের মাথায় আকাশের মিতালী
সন্ধ্যায় পাখিদের কিচির মিচির
নিজের শরীর নিজে দেখতে না পাওয়া
কৃষ্ণপক্ষের রজনীতে ব্যাঙের ঘ্যাগর ঘ্যাগর
শুক্লাপক্ষের মধ্যরজনীতে যেন মৃত্তিকা হেসে উঠে
ঝি ঝি পোকার তুমুল আবদার উপেক্ষা করেও নির্ভেজাল ঘুমের সান্নিধ্য
অন্যত্র যা একেবারেই অসাধ্য।
চোখ খুললেই বিস্তীর্ণ সবুজ, সুনীল আকাশ
বিল খাল পুকুরে জলরাশির অবাধ কুলাকুলি
ইট কাঠ বালু পাথরের শহরের মতো নেই
মানুষে মানুষে মুলামুলি।
সস্তা শ্রমের লোভে দানবেরা এখন গড়ছে কারখানা গ্রামে
নগরের বিষাক্ততার প্রলেপ দিচ্ছে আমার চিরসবুজ আশ্রমে।
কেরোসিনের বাতি নেই, হাতে বোনা গ্রাম্য বিছুন নেই
বিদ্যুত দখল নিয়েছে, তবু আবেগের কমতি নেই
মনের আকাশে মেঘ জমেছে,
ব্যাস্ততার অবসরের দীর্ঘতায় কান্না হয়ে ঝড়ছে
কেবলই অস্ফুট আর্তনাদ... ...
দুঃখের অবসর দীর্ঘ হোক
সুখের আগমনী দীর্ঘতর হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




