এটা অত ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই। কে না জানে, আমাদের দেশে লেখকদের একটি বিরাট অংশ লেখালেখির শুরুতেই আগে বিতর্কিত হয়। ইচ্ছা করেই হয়। যাতে তাকে সবাই চিনে, গননায় ধরে। ব্যাতিক্রম থাকতেই পারে।
সেটারই ধারাবাহিকতা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লগে। ফেসবুকের কথা এখানে নাই বা বললাম।
আপনি আজই যেকোন ধর্ম বিশ্বাসীদের আঘাত দিয়ে কিছু লিখুন দেখবেন তুমুল পরিচিতি অর্জন করেছেন।
রাজনীতিকে কষে গালি দিয়ে লিখুন পরিচিতির অভাব হবেনা।
আওয়ামী লীগ কে গালি দিন একপক্ষ খুব খুশি হবে আরেক পক্ষ রাজাকার ও পাকিস্তানি দালাল বানাবে।
বিএনপিকে গালি দিন আপনি মুক্তিযোদ্ধা বলে নিশ্চিত একপক্ষের কাছে সমাদৃত হবেন। আরেক পক্ষ আপনাকে ভারতের দালাল চিহ্নিত করবে।
জামায়াতের পক্ষে লিখলে ব্যাপক পরিচিতি ঝুলিতে ভরা যাবে সানন্দে।
তবে মনে রাখতে হবে, এসব করতে গিয়ে ফ্রি যেসব গালাগালি পাওয়া যাবে সেগুলোকে অসম্মান করা যাবেনা। কারন গালিগুলোই যে পরিচিতির আদি সোপান।
কাজেই যদি পরিচিতি চান, যদি আলোচিত ব্লগার হতে চান আজই কোন একটা বিষয়কে ভিত্তি ধরে শুরু করে দিন। তবে আর দেরি কেনো???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




