মিষ্ট কথার স্মৃতিতে মন যার ভরে না
সুখ স্বপনের স্মরণে হৃদয় যার ঝরে না
যাদের চোখে অকারণ অশ্রুর ধারা বয়
রাতের বাতাসে জাগে না যার হদয় ।
পল্লী সমিতির বিদ্যুতে আঁধারের রাত
যে প্রেমিকের হৃদয়ে জ্বলে শত আঘাত
চোখকে বলে থামো, সে তা শোনে না
হৃদয়কে বোঝালেও শুধু ভুলায় ব্যথা।
তরু আর পাহাড়ের স্মরণ, সাথে ব্যাকুলতা
প্রেমের সাক্ষী হয় দুঃখের যতসব ব্যর্থতা
চোখের রেখায় থাকে অপ্রাপ্তির বারতা
মুখের বিবর্ণতা জানায় প্রেমের তীব্রতা।
নির্ঘুম রাত কাটে নিয়ে প্রিয়তমের স্মৃতি
আনন্দকে কষ্টে মেশায় হয়ে প্রেমের যাত্রী
নিন্দুকদেরকে বলেনা ক্ষমা চাই আমি
প্রেম ব্যথা বুঝতে নয় তারা অন্তরযামী।
উপদেশ শুনেনা, প্রেমিকের কান বধির
প্রবীণের জ্ঞানে মনে যার সন্দেহ গভীর
পড়শির নিন্দায় যন্ত্রণা মোটেও কমেনা
প্রেমাগুনে দগ্ধ হৃদয়ে সান্ত্বনা মিলেনা।
যেখানে ছিল আলো, আজ সেখানে আঁধার
ছুয়ে থাকা প্রেমের ছোঁয়া যেখানে হয় পর
পরে থাকে প্রাপ্তি আর অপ্রাপ্তির স্মৃতি ধরে
তাদের প্রেমেই পরিনামে শুধু অশ্রু ঝড়ে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫৪