ধর্মের নামে একি রক্তের খেলা চেতনাহীন উন্মত্ত মঞ্চে
বিবেকের প্রদীপ যেন নিভে যাচ্ছে অদৃশ্য ঘন কুটচালে
শতাব্দীর সঞ্চিত মানবতার দীপ্যমান শিখা
অন্ধকারের আবরণে ঢেকে দিচ্ছে সম্প্রিতীর গৌরব গাথা।
গোপন লালসার দাবানলে পুড়ছে যেন গর্বিত ঐতিহ্য
অগণিত শহিদী আত্মার আর্তনাদ মিশে যাচ্ছে শূন্যতায়
ইতিহাসের অতলে হারিয়ে গিয়ে কেও খুঁজে সান্ত্বনার ভাষা
বিধ্বস্ত মনের করুণ কাব্যে বাজায় শুধুই বিষাদের রাগিণী।
স্বপ্নের ধূসর অপর প্রান্তরে বসে তুলে বুনো ঝড়ের হুঙ্কার
সেখানে কেবল তেজী পতাকায় জ্বলে বিভাজনের আগুন
মানবের দেহে আঁকা হয় ঘৃণার কুৎসিত কালো মরন কায়া
গদির লোভে মানবতার বদলে অস্ত্র হাতে মিছিলের খেলা ।
ওহে সাম্প্রদায়ীকতার পথচারী শুনতে কি পাও?
জীবনের সব মর্মরধ্বনি ঢেকে যায় দুস্কৃতির জ্বালায়
তোমাদের ঈশ্বর কি চেয়েছিলেন এমন মৃত্যুপ্রলয়
নাকি মিথ্যার সাগরে ডুবিয়েছ তোমাদের নিজ সত্ত্বাকেই?
তবুও কামনা করি জেগে উঠুক সম্প্রিতীর আশা সময়ের প্রবাহে
বিষবৃক্ষের বদলে মানবতার শিকড় থেকে অঙ্কুরিত হোক শান্তির বৃক্ষ
কোন বজ্জাত লজ্জার স্রোতে যেন ডুবতে না হয় আমাদের বারংবার
ঐক্যতানে রুখে দিয়ে সাম্প্রদায়িকতার হুঙ্কার, বাজাও সম্প্রিতীর ঝঙ্কার।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৭