
আমাদের মানব জীবনে আলো আঁধারের দ্বন্দ্ব চিরন্তন
ইতিহাস বারবার করেছে প্রমান অন্ধকার যত গভীরই হোক
তার ভিতরেই পরবর্তী আলোর বীজ লুকিয়ে করে অঙ্কুরণ।
আঁধারেও আলো থাকে শুধু একটি কবিত্বময় বাক্য নয়
এটি মানব সমাজের বিবর্তন, রাজনীতির পাঠ, ধর্মের দর্শন
আর আধ্যাত্মিকতার সত্যকে একসূত্রে করে দেয় বন্ধন ।
কারণ
অন্ধকার যত গভীরই হোক
তার বুকে থাকে আলোরই বীজ
রাত্রির অন্তরে লুকিয়ে থাকা
ভোরের প্রথম সূর্য কিরণের তেজ।
সমাজ যখন ক্লান্ত হয়ে পড়ে
অন্যায়, দুঃখ, বৈষম্যের ছায়ায়
তখনই মানুষ হাত ধরে মানুষের
আলো জ্বালে মানবতার দায়।
সংকটই শেখায় আঁধারের ভিতরেই
পরিবর্তনের আলো জেগে রয়।
রাজনীতির অমানিশা বাড়ে যখন
অপশাসন ঘিরে ধরে দেশ
তখনই নাগরিকদের চোখে
সত্যের আলো করে প্রবেশ।
বঞ্চনা যত বাড়ে, তত দৃপ্ত হয়ে
জ্বলে স্বাধীনতার দিপ্ত শিখাটি
অন্যায়ের দিকে ধৃষ্ট দৃষ্টি ছুঁড়ে
চলমান আলোরই জাগরণ ফুটি।

মানুষের কষ্ট, ব্যথা, হাহাকার
তাকে শেখায় আরও মমতা
ব্যথার মাঝেও জন্ম নেয় তখন
আলোর পথে চলার দৃঢ়তা।
অন্ধকারের প্রতিটি দিন
এক নতুন আলোকের জন্ম দেয়
সহমর্মিতার ছোট্ট প্রদীপ
মানুষের মনেই জ্বলে–জ্বলে ওঠে।
ধর্মের বাণী বলে চিরকাল
কষ্টের সঙ্গেই স্বস্তি থাকে
অন্ধকার থেকে আলোয় তোলো
প্রার্থনার সুরে এ ডাকই ডাকে।
বিশ্বের সব ধর্মেই হয়েছে বলা
অসৎ শেষতক দমন হবে
সত্য কল্যাণ ন্যায় জয়ী হবে।
ইসলাম ধর্ম বলে, “কষ্টের সঙ্গেই আছে স্বস্তি”
হিন্দুধর্ম বলে, “আঁধার তমসাকে আলোতে নিয়ে চলে”
খ্রিস্টধর্ম বলে “আলো সত্য ও মুক্তির প্রতীক”
ধর্মের এই বারতাগুলো মানুষকে শেখায়
আঁধার ভয় নয়, বরং আলোর পথে
এগোনোকেই শক্তি হিসেবে দেখো।
সত্য, ন্যায়, সৎ পথে যে হাঁটে
তার মনেতে থাকে নূরের দ্যুতি
ধর্ম শেখায়, অন্ধকার শুধু পথ
আলোই আমাদের চূড়ান্ত গতি।

আধ্যাত্মিকতারও নিঃশব্দ কোণে
মানুষ খুঁজে নেয় নিজের আলো
ঝড় ঝঞ্ঝায় সে আলো নিভে না
চেতনার প্রদীপ জ্বলে আরো ভালো।
ধ্যান, প্রার্থনা, আত্ম অন্বেষণ
দেখায় অন্তরের নীল আকাশ
বাহিরে যত রাত, অন্তরের আলো ততই
বলে আমি আছি দিলাম আশ্বাস

শেষমেশ জীবন শেখায় আমায়
অন্ধকারেরও আছে ঘোষণা
যেখানে রাত হয় ঘনীভূত
সেখানে ভোরেরই উন্মেষ রচনা।
তাই আলো খুঁজতে চাইলে আগে
নিজেই হতে হয় আলোর মতো
কারণ, ঘন আঁধারেও আলো থাকে
সে আলো জাগে মানুষের অন্তর তলে।

তাই প্রতিদিন একটি আয়াত
কিংবা একটি ধর্মবাণী কিংবা
নীতি কথা পাঠ ও অনুসরণ
অন্তরে ঘটাবে আলোর বিস্ফোরণ
মানব সমাজ দেশ পাবে সুশাসন।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


