ইমরানের উভচর যান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রাস্তায় চলে, পানিতেও ভাসে। এর নাম ‘জল ও স্থল শৌখিন পরিবহন’। উভচর এই যানটির উদ্ভাবক হাবিবুর রহমান (৩৫), ডাকনাম ইমরান। ১৩ মাসের প্রচেষ্টায় যানটি তৈরি করেছেন তিনি। গতকাল রোববার যানটি পরীক্ষামূলকভাবে চালিয়ে এর কার্যকারিতা যাচাই করেন তিনি।
গতকাল দুপুরে শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে সিএনবি ঘাট পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দূরত্ব স্থলপথে যানটি চালিয়ে নেওয়ার পর সামনে পড়ে পদ্মা নদী। দ্রুত এর তিনটি চাকা খুলে নদীতে নামানোর পর চলতে থাকে যানটি। নদীর পাড়ে দাঁড়িয়ে কয়েক শ মানুষ বিস্ময়মাখা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। গতকালের চালানোটা ছিল শুধুই পরীক্ষামূলক। আগামী মাসে এটি পরিবহন হিসেবে নামানোর ইচ্ছে ইমরানের।
ইমরান জানান, শ্যালো পাম্পের ইঞ্জিন দিয়ে দুই লাখ ১৮ হাজার টাকা খরচ করে গাড়িটি তৈরি করেছেন তিনি। এটি অনায়াসে ১৫ জন যাত্রী বহনে সক্ষম। বর্তমানে ঘণ্টায় এর গতি ডাঙায় ২০ কিলোমিটার এবং পানিতে ৩০ কিলোমিটার। আধুনিক ইঞ্জিন লাগানো সম্ভব হলে আরও গতি পাবে এটি। তিনি আরও জানান, গাড়িটি ঢেউয়ের তোড়ে তলিয়ে গেলে রিমোট কন্ট্রোল বা দূরনিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে এক মিনিটের মধ্যেই এর অবস্থান জানা এবং ওই রিমোট কন্ট্রোলের সাহায্যেই একে টেনে তোলা যাবে।
ইমরান জানান, বিমানের মতো চাকা যাতে ভাঁজ করে রাখা যায়, সে চেষ্টা করা হচ্ছে। এটা সম্ভব হলে পানিতে নামার সময় আর চাকা খুলে রাখতে হবে না। গাড়িটি ডাঙায় থাকলে যে স্টিয়ারিং দিয়ে চাকার দিক নিয়ন্ত্রণ করা হয়, পানিতে সেটা দিয়েই হাল নিয়ন্ত্রণ করা যায়। গতি কমানো ও বাড়ানোর জন্য ডাঙা ও পানির জন্য রয়েছে আলাদা এস্কেলেটর।
ফরিদপুর শহরতলির কোমরপুরে দরিদ্র পরিবারে ইমরানের জন্ম। বাবার নাম হাসমত আলী। আর্থিক অনটনের জন্য পঞ্চম শ্রেণীর বেশি পড়াশোনা করতে পারেননি। ফার্নিচারের দোকানে কাজ করতেন। পাঁচ বছর আগে অসুস্থ হয়ে পড়ায় দোকানের কাজ ছেড়ে দেন। কিন্তু বেকার থাকতে চাননি ইমরান। ইমরান বলেন, ‘খেলনা বানানো থেকে আবিষ্কারের নেশা চেপে বসে। উভচর গাড়ি বানানোর মাধ্যমে একটা স্বপ্ন সফল হয়েছে। আগামীতে কাজ করতে চাই বিদ্যুৎ নিয়ে।’
ইমরানের মূল প্রেরণা ফরিদপুরের বিদ্যুৎ বিভাগের গাড়িচালক আবুল কালাম মোল্যা। তিনি জানান, সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে ইমরান তাঁর উদ্ভাবিত গাড়িটি আরও আধুনিক করে তুলতে পারবে। নদীমাতৃক দেশের যোগাযোগব্যবস্থায় এই গাড়ি কার্যকর ভূমিকা রাখবে।
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইউনুস সাহেবকে আরো পা্ঁচ বছর ক্ষমতায় দেখতে চাই।

আইনশৃংখলা পরিস্থিতির অবনতি পুরো ১৫ মাস ধরেই ছিলো। মব করে মানুষ হত্যা, গুলি করে হত্যা, পিটিয়ে মারা, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা, পুলিশকে দূর্বল করে রাখা এবং... ...বাকিটুকু পড়ুন
হাদির যাত্রা কবরে, খুনি হাসছে ভারতে...
হাদির যাত্রা কবরে, খুনি হাসছে ভারতে...

হ্যাঁ, সত্যিই, হাদির চিরবিদায় নিয়ে চলে যাওয়ার এই মুহূর্তটিতেই তার খুনি কিন্তু হেসে যাচ্ছে ভারতে। ক্রমাগত হাসি।... ...বাকিটুকু পড়ুন
'জুলাই যোদ্ধারা' কার বিপক্ষে যুদ্ধ করলো, হ্তাহতের পরিমাণ কত?

সর্বশেষ আমেরিকান ক্যু'কে অনেক ব্লগার "জুলাই বিপ্লব" ও তাতে যারা যুদ্ধ করেছে, তাদেরকে "জুলাই যোদ্ধা" ডাকছে; জুলাই যোদ্ধাদের প্রতিপক্ষ ছিলো পুলিশ, র্যাব, বিজিবি, ছাত্রলীগ; জুলাই বিপ্লবে টোটেল হতাহতের... ...বাকিটুকু পড়ুন
হাদিকে মারল কারা এবং ক্রোধের আক্রশের শিকার কারা ?
হাদিকে মারল কারা এবং ক্রোধের আক্রশের শিকার কারা ?
হাদিকে মারল জামাত/শিবির, খুনি নাকি ছাত্রলীগের লুংগির নীচে থাকা শিবির ক্যাডার, ডাকাতি করছিল ছেড়ে আনলো জামাতি আইনজীবি , কয়েকদিন হাদির সাথে... ...বাকিটুকু পড়ুন
হাদির হত্যাকান্ড ও সরকারের পরবর্তি করণীয়!
হাদির প্রতি বিনম্র শ্রদ্ধা। সে দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ইনসাফের জীবন এনে দিতে সংগ্রাম করেছে। তাকে বাঁচতে দিলো না খুনিরা। অনেক দিন ধরেই তাকে ফোনে জীবন নাশের হুমকি দিয়ে এসেছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।